ঢাকা, ০৬ জুলাই রোববার, ২০২৫ || ২১ আষাঢ় ১৪৩২
good-food
৭৩৭

সৌমিত্র আর নেই

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৫:১৫ ১৫ নভেম্বর ২০২০  

কলকাতার কিংবদন্তী অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় আর নেই। রোববার স্থানীয় সময় দুপুর ১২টা ১৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করে পরপারে চলে গেলেন। 

 

গত ৬ অক্টোবর থেকে কলকাতার বেলভিউ হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছিলেন সৌমিত্র। এর মাঝে কিছু দিন তার শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও অবস্থার অবনতি হতে থাকে। এরপর তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। 

 

৫ সেপ্টেম্বর কোভিড নেগেটিভ রিপোর্ট আসে। ক্রমশ অবস্থার উন্নতিও হচ্ছিল। কিন্তু অন্যান্য বহু শারীরিক সমস্যায় জর্জরিত ছিলেন বর্ষীয়ান এই তারকা।  ক্যানসারেও আক্রান্ত হয়েছিলেন।

 

জানা যায়, তার মস্তিষ্কে স্নায়ুর সমস্যা প্রকট আকার ধারণ করে। শরীরে অক্সিজেনের চাহিদাও প্রবলভাবে বেড়ে যায় । কিডনি ডেমেজ হয়ে পড়লে আর বাঁচানো যায়নি।

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর