ঢাকা, ০৪ জুলাই শুক্রবার, ২০২৫ || ২০ আষাঢ় ১৪৩২
good-food
১৭৭৩

হঠাৎ বিয়ে করলেন পরিমনি

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:১১ ২০ মার্চ ২০২০  

জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী পরীমনি বিয়ে করেছেন। পাত্র কামরুজ্জামান রনি। তিনি নাগরিক নাট্যাঙ্গনের নির্দেশক ও সদস্য। গেল ১০ মার্চ রাতে রাজধানী রাজারবাগ এলাকায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা।
রনি বলেন, পরীমনির সঙ্গে হঠাৎ করে বিয়েটা সেরে ফেলেছি। এখন আমরা মংলা বন্দরের পাশে করমজল এলাকায় আছি। এখানে অ্যাডভেঞ্চার অব সুন্দরবন ছবির শুটিং করছে পরী।
নাট্য অভিনেত্রী ও নির্মাতা হৃদি হকের ‘১৯৭১: সেই সব দিন’ ছবির সহকারী পরিচালক হিসেবে কাজ করছেন রনি। এতে অভিনয় করছেন পরীমনি। সেখানে কাজ করতে গিয়ে বোঝাপড়া তৈরি হয় তাদের। 
একপর্যায়ে রনিই পরীকে বিয়ের প্রস্তাব দেন। মনে মনে রনির প্রতি দুর্বল পরী সেই প্রস্তাব এড়াতে পারেননি।
পরীমনি বলেন, প্রায় ৫ মাস আগে ছবির গল্প শোনাতে হৃদি আপুসহ রনি এসেছিল আমাদের বাসায়। তখন আমি তাকে খেয়ালই করিনি। শুটিংয়ে গিয়ে কোথায় থাকব, কীভাবে যাব, সেসব নিয়ে তার সঙ্গে প্রথম আলাপ শুরু হয়। এভাবেই একসময় আমাদের মধ্যে সখ্যতা গড়ে ওঠে।
তিনি বলেন, ৩-৭ মার্চ আমরা ঠাকুরগাঁওয়ে শুটিং করি। সেখানে ভীষণ আনন্দে সময় পার হয় আমাদের। ৮ মার্চ ঢাকায় এসে আমি তাকে খুব মিস করছিলাম। পরদিন আমরা দেখা করি এবং সে আমাকে বিয়ের প্রস্তাব দেয়।
ভালোবাসা সীমাহীন অভিনেত্রী যোগ করেন, আমার মন যেন কেমন করে ওঠে। ওই রাতেই আমরা বিয়ে করে ফেলি।

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর