ঢাকা, ১১ নভেম্বর মঙ্গলবার, ২০২৫ || ২৭ কার্তিক ১৪৩২
good-food
৭৭৪

হ্যাটট্রিকম্যান কারেনের সঙ্গে প্রীতির নাচ ভাইরাল

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:৫৮ ২ এপ্রিল ২০১৯  

১৬৭ রানের টার্গেটে খেলতে নামা দিল্লি ক্যাপিটালস ১৬. ওভারে তুলে ফেলে উইকেটে ১৪৪ রান। মনে হচ্ছিল, দিল্লির জয় সময়ের ব্যাপার। ২১ বলে ২৩ রান টি-টোয়েন্টিতে কোনো কঠিন সমীকরণ নাকি! তার ওপর আবার জমে উঠেছে রিশভ পন্ত-কলিন ইনগ্রামের চতুর্থ উইকেট জুটি (৪১ বলে ৬২ রান)

ঠিক এমন সময়ই বদলে গেল ম্যাচের রং। ২৬ বল ৩৯ রান করা পন্তের স্টাম্প উড়িয়ে দিলেন মোহাম্মদ শামি। ঠিক পরের বলে রানআউট নতুন ব্যাটসম্যান ক্রিস মরিস। রান তুলবে কী, দেখতে দেখতে হুড়মুড়িয়ে ব্যাটিংঅর্ডার ধসে পড়তে শুরু করল দিল্লির। তবু ১২ বলে দরকার ছিল ১৯ রান। হাতে উইকেট।

স্যাম কারেন সুযোগটা কাজে লাগালেন ভালোভাবে। ১৮ তম ওভারের শেষ বলে উইকেট পাওয়া পাঞ্জাবের বাঁ-হাতি ইংলিশ পেসার শেষ ওভারের প্রথম দুই বলে দুই উইকেট নিয়ে পূরণ করেন হ্যাটট্রিক! . ওভারে ১১ রানে কারেন পেলেন উইকেট। কারেন-শামির অসাধারণ বোলিংয়ে উল্টো ১৪ রানের জয় পায় পাঞ্জাব।

এমন নাটকীয় জয়ের পর চলে প্রীতি জিনতার বাঁধভাঙা উল্লাস। মাঠেই এসে আবেগে আপ্লুত হয়ে কারেনকে নিয়ে নেচেছেন ফ্র্যাঞ্চাইজি মালকিন। মুহূর্তটি আইপিএলের অফিসিয়াল ফেসবুক টুইটার পেজে আপ করা হয়। ওই ভিডিওটি ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়েছে।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর