ঢাকা, ১০ সেপ্টেম্বর বুধবার, ২০২৫ || ২৫ ভাদ্র ১৪৩২
good-food
৩৫৬

হ্যাটট্রিকসহ শেষ ওভারে ৪ উইকেট রাব্বির

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:০৮ ৮ ডিসেম্বর ২০২০  

মিনিস্টার গ্রুপ রাজশাহীর বিপক্ষে দারুণ হ্যাটট্রিক করেছেন ফরচুন বরিশালের পেসার কামরুল ইসলাম রাব্বি। মঙ্গলবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে গুরুত্বপূর্ণ ম্যাচে শেষ ওভারে হ্যাটট্রিকসহ প্রতিপক্ষের চার উইকেট একাই তুলে নিয়েছেন তিনি। যে কারণে রান সংগ্রহটা বেশি বাড়াতে পারেনি রাজশাহী।

 

টি-টোয়েন্টি ক্রিকেটে চতুর্থ বাংলাদেশি বোলার হিসেবে হ্যাটট্রিকের স্বাদ নিলেন রাব্বি। এর আগে আল আমিন হোসেন দু’বার এবং আলিস আল ইসলাম একবার এ কৃতিত্ব দেখান।

 

ম্যাচের শেষ ওভারের আগে রাব্বির বোলিং ফিগার ছিল ৩ ওভারে ৩৯ রান। নামের পাশে কোনো উইকেট ছিল না। পুরো ইনিংসে মনে রাখার মতো কিছুই করেননি এই ডানহাতি পেসার। কিন্তু সেই তিনিই শেষ ওভারের এসে প্রথম তিন বলে তুলে নেন রাজশাহীর ৩ উইকেট। পরের বলে চার রান দিয়ে পঞ্চম বলে আবার উইকেট। শেষ বলে অবশ্য ছক্কা খেয়েছেন।

 

ডেথ ওভারে সাধারণত রাব্বি বেশ ধারাবাহিক বোলার। ইয়র্কার দেওয়ার সামর্থ্যরে কারণেই বাকিদের থেকে আলাদা এই ডানহাতি পেসার। কিন্তু এদিন বরিশালের বাকি বোলারদের মতো তার দিনটাও খারাপ ছিল। প্রথম ৩ ওভারে এলোমেলো লাইন-লেন্থে প্রচুর রান দিয়েছেন তিনি। শেষ ওভারেও একই ঘটনার জন্য প্রস্তত ছিল সবাই।

 

কিন্তু ঘটল উল্টোটা। মারতে গিয়ে একে একে উইকেট দিলেন রাজশাহীর ব্যাটসম্যানরা। ফুল লেন্থের বলে রাব্বিকে ছক্কা মারতে গিয়ে লং অফ বাউন্ডারিতে ক্যাচ দেন নুরুল হাসান। পরের বলটি করেন বাঁহাতি নাজমুলের শরীর লক্ষ্য করে। সরে গিয়ে কভার ফিল্ডারের মাথার ওপর দিয়ে মারতে গিয়ে ক্যাচ দেন কভারে দাঁড়িয়ে থাকা ফিল্ডারকে। 

 

হ্যাটট্রিক বলের বাড়তি আগ্রহও অবশ্য এসময় দেখা যায়নি। ফরহাদ রেজা ঠিক নুরুলের মতো লং অফে ক্যাচ দিয়ে আউট হলে রাব্বির ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক ধরা দেয়। এটি ছিল ঘরোয়া ক্রিকেটে পঞ্চম হ্যাটট্রিক।

 

ঘরোয়া টি-টোয়েন্টিতে হ্যাটট্রিক:
আল আমিন হোসেন (বিসিবি একাদশ) প্রতিপক্ষ আবাহনী লিমিটেড (২০১৩)
আল আমিন হোসেন (বরিশাল বুলস) প্রতিপক্ষ সিলেট সুপারস্টারস (২০১৫)
আলিস আল ইসলাম (ঢাকা ডিনামাইটস) প্রতিপক্ষ রংপুর রাইডার্স (২০১৯)
মানিক খান (প্রাইম দোলেশ্বর) প্রতিপক্ষ বিকেএসপি (২০১৮)
কামরুল ইসলাম রাব্বি (ফরচুন বরিশাল) প্রতিপক্ষ মিনিস্টার গ্রুপ রাজশাহী (২০২০)

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর