ঢাকা, ০৭ নভেম্বর শুক্রবার, ২০২৫ || ২২ কার্তিক ১৪৩২
good-food
১১৬৯

অঝোরে কাঁদলেন অপু বিশ্বাস!

লাইফ টিভি 24

প্রকাশিত: ০৯:২৫ ২ ডিসেম্বর ২০২০  

‘প্রিয় কমলা’ ছবির ডাবিংয়ে এসে অঝোরে কাঁদলেন ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী অপু বিশ্বাস। শাহরিয়ার নাজিম জয় পরিচালিত চ্যানেল আইয়ের স্টুডিওতে মুক্তিযুদ্ধভিত্তিক ছবির ডাবিংয়ে গত মঙ্গলবার আবেগপ্রবণ হয়ে পড়েন নায়িকা।

 

জানা গেছে, সিনেমায় এক বিরাঙ্গনা নারীর চরিত্রে অভিনয় করছেন অপু। টানা ১৮ দিন শুটিং শেষ করে এখন ডাবিং পর্ব চলছে। ডাবিং করতে গিয়েই অঝোরে কাঁদলেন তিনি।

 

অপু বলেন, 'বীরাঙ্গনাদের নিয়ে ছবিটির গল্প। এ ধরনের চরিত্র আমার এটাই প্রথম। চরিত্রটি বেশ ইমোশনাল। সংলাপগুলো স্পর্শকাতর হৃদয়ে দাগ কেটে যায়। সংলাপ দিতে গিয়ে বেশি আবেগি হয়ে যাই। তাই চোখের পানি আটকে রাখতে পারিনি।'

 

চলচ্চিত্র ক্যারিয়ারে এখন পর্যন্ত একশোর কাছাকাছি ছবিতে অভিনয় করেছেন অপু। অপুর কথায়,‘ক্যারিয়ারে চল্লিশটি ছবি করার পর ডাবিং দেয়ার সুযোগ পাই। আজকের মতো অভিজ্ঞতা কমই হয়েছে। আশা করি, দর্শকদেরও ছবিটি ভালো লাগবে।’

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর