ঢাকা, ২০ এপ্রিল শনিবার, ২০২৪ || ৭ বৈশাখ ১৪৩১
good-food
৩৭৪

অনলাইনে মুক্তি পেলো রোহিঙ্গাদের নিয়ে ছবি ‘জন্মভূমি’

লাইফ টিভি 24

প্রকাশিত: ১২:৫৪ ১৮ জুন ২০২০  

রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে নির্মিত বেঙ্গল মিডিয়ার চলচ্চিত্র ‘জন্মভূমি’ মুক্তি পেলো অনলাইন ফ্লাটফর্ম আরটিভি প্লাস-এ। পরিচালক প্রসূন রহমানের নির্মিত চলচ্চিত্রটি প্রেক্ষাগৃহে মুক্তি পায় ২০১৮ সালের ১৪ ডিসেম্বর।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় আরটিভি প্লাসের সাবস্ক্রিপশন করে দর্শকরা ছবিটি উপভোগ করতে পারবেন।

এ চলচ্চিত্রের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রওনক হাসান, সায়রা আক্তার জাহান, সংগীতা চৌধুরী, অঙ্কন চাকমা, জয়নাল জ্যাক, পামেলা কেচার, নাসির উদ্দিনসহ অনেকে।

সিনেমাটির গল্পে বাংলাদেশের কক্সবাজার জেলার কুতুপালংয়ে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে বিতাড়িত রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে।মিয়ানমার সরকার ২০১৭ সালের আগস্টে রোহিঙ্গাদের ওপর ব্যাপক হত্যাকাণ্ড চালালে জীবন বাঁচানোর জন্য প্রায় ১১ লাখ শরণার্থী নিজেদের জন্মভূমি ছেড়ে বাংলাদেশে আশ্রয় নেয়।

এর আগে জন্মভূমি মিলান চলচ্চিত্র উৎসব, ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ও কলকাতায় বাংলাদেশ চলচ্চিত্র উৎসব, টরেন্টোর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব সাউথ এশিয়া (আইএফএফএসএ), রেইনবো চলচ্চিত্র উৎসবে  প্রদর্শিত হয়ে বেশ প্রশংসিত হয়। 

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর