ঢাকা, ১৩ সেপ্টেম্বর শনিবার, ২০২৫ || ২৮ ভাদ্র ১৪৩২
good-food
৬২৭

অল্পের জন্য বেঁচে গেছে বাংলাদেশ ক্রিকেট দল

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:১৫ ১৫ মার্চ ২০১৯  

অল্পের জন্য বেঁচে গেছে ক্রাইস্টচার্চে অবস্থানরত বাংলাদেশ ক্রিকেট দল।

ঘটনার সময় বাংলাদেশ দলের নিরাপত্তায় কোনো পুলিশ ছিল না। ছিলেন না স্থানীয় কোনো লিঁয়াজো কর্মকর্তাও।

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে ভয়ংকর সন্ত্রাসী হামলায় হতভম্ব, বিস্মিত, হতবাক বাংলাদেশের ক্রিকেট।

 

বাইরের কোনো  দল বাংলাদেশে খেলতে এলে কঠোর নিরাপত্তা বলয়ে ঢেকে দেয়া হয়, অথচ বিদেশে গেলে বাংলাদেশ দল কেন একই নিরাপত্তা পাবে না? নিউজিল্যান্ডের মসজিদে সন্ত্রাসী হামলার পর প্রশ্নটা চলে এসেছে সামনে।

বিসিবি সভাপতি নাজমুল হাসান আজ শুক্রবার দুপুরে গুলশানে নিজ বাসভবনে বিষয়টির বিস্তারিত ব্যাখ্যা দিলেন, আমাদের দেশে কোনো দল যখন খেলতে আসে, তখন ওরা যে ধরনের নিরাপত্তার কথা বলে, সে ধরনের নিরাপত্তাই দিতে হয়। আমরা এখন পর্যন্ত এমন কিছু (নিরাপত্তা) পাইনি। সত্যি বলতে আমরা এটা নিয়ে জোরাজোরিও করি না। অন্য দেশগুলোও দেখেছি এটা নিয়ে কিছু বলে না। নিউজিল্যান্ডে এ ধরনের ঘটনা ঘটতে পারে, ওদের ধারণাই নেই। আজ ঘটনাস্থলে পুলিশ যেতে যে সময় লেগেছে, এটাই তো অবাক করার মতো! আমার মনে হয় না আমাদের দেশে বা আশপাশের কোনো দেশে এমন কিছু হলে পুলিশ আসতে এত সময় লাগত। ওরা হয়তো অপ্রস্তুত ছিল। এখন হয়তো এই ব্যাপারে আরও সতর্ক হবে।

 

ক্রাইস্টচার্চের ঘটনা প্রমাণ করল, এ ধরনের ঘৃণ্য সন্ত্রাসী কাজ বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশেও হতে পারে। হতে পারে নিউজিল্যান্ডের মতো অতি উন্নত দেশেও। এই ঘটনার পর বাংলাদেশ দলের নিরাপত্তা নিয়ে তাই নতুন করে ভাবতে শুরু করেছে বিসিবি। নাজমুল হাসান বললেন, এখন থেকে প্রতিটি বিদেশ সফরে বাংলাদেশ দলের সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করবেন তাঁরা। আজকের ঘটনার পর এটা নিশ্চিত, এখন থেকে যে দেশেই আমাদের দল খেলতে যাক না কেন, সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এটা যারা দিতে পারবে, তাদের ওখানে আমরা খেলতে যেতে পারব। এ ছাড়া খেলতে যাওয়া সম্ভব না।

এ ঘটনার পর বাতিল হয়ে গেছে ক্রাইস্টচার্চ টেস্ট। খেলোয়াড়েরা মানসিকভাবে বড় ধাক্কা খেয়েছেন। এরই মধ্যে সরকারের উচ্চপর্যায়ে কথা হয়েছে বিসিবি সভাপতির। পরারাষ্ট্র প্রতিমন্ত্রী আশ্বাস দিয়েছেন যত দ্রুত সম্ভব বাংলাদেশ দলকে দেশে ফিরিয়ে আনার।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর