ঢাকা, ১৩ সেপ্টেম্বর শনিবার, ২০২৫ || ২৮ ভাদ্র ১৪৩২
good-food
৮৬২

আইপিএল দেখাবে না পাকিস্তান

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:২০ ২১ মার্চ ২০১৯  

পাকিস্তানে আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) সম্প্রচার নিষিদ্ধ করেছে দেশটির সরকার। পাক তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

গেল মাসে কাশ্মীরের পুলওয়ামাতে সন্ত্রাসী হামলার পর ভারতে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) সম্প্রচার বন্ধ করে দেয় কেন্দ্রীয় সরকার। এর জেরে এবার আইপিএল সম্প্রচার বন্ধ করল পাকিস্তান।

ফাওয়াদ চৌধুরী বলেন, আমরা সবাই জানি পিএসএল চলাকালীন দেশটির সরকার কি করেছিল। তারা এর সম্প্রচার বন্ধ করে দিয়েছিল। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি, পাকিস্তানেও আইপিএলেও সম্প্রচার নিষিদ্ধ করার। এটাই সঠিক সিদ্ধান্ত বলে আমরা মনে করছি।

তিনি বলেন, পাকিস্তান সরকার চেয়েছিল ক্রিকেটের সঙ্গে রাজনীতি না মেশাতে। কিন্তু ভারতীয় সরকারের আগের সিদ্ধান্তের ওপর ভিত্তি করে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আগামী ২৩ মার্চ পর্দা উঠবে আইপিএলের দ্বাদশ আসরের। উদ্বোধনী ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর