ঢাকা, ১০ সেপ্টেম্বর বুধবার, ২০২৫ || ২৫ ভাদ্র ১৪৩২
good-food
৩৫৯

আইপিএল নিয়ে জুয়া, গ্রেফতার ৪২

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:৩০ ১৩ নভেম্বর ২০২০  

আইপিএলে জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৪২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। পৃথক অভিযান চালিয়ে বেঙ্গালুরু থেকে তাদের গ্রেফতার করা হয়।

 

বৃহস্পতিবার পুলিশ কমিশনার (ক্রাইম) সন্দ্বীপ পাতিল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তাদের কাছ থেকে নগদ প্রায় দেড় কোটি রুপি এবং জুয়ার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

 

সন্দ্বীপ পাতিল বলেন, আইপিএল চলাকালে জুয়া দমনে বেঙ্গালুরুতে সাঁড়াশি অভিযান চালানো হয়। এসময়ে বেটিং নিয়ে ২৫টি মামলা নথিভুক্ত হয়েছে। মোট ৪২ জন জুয়াড়িকে আটক করা হয়েছে। 

 

তিনি যোগ করেন, এসময়ে শহরের বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে ১ কোটি ৫৪ লাখ রুপি, মোবাইল, ল্যাপটপ জব্দ করা হয়।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর