ঢাকা, ১২ নভেম্বর বুধবার, ২০২৫ || ২৭ কার্তিক ১৪৩২
good-food
৩৩৮০

আইপিএলের নিলামে ১০ বাংলাদেশি ক্রিকেটার

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:৪১ ৬ ডিসেম্বর ২০১৮  

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের দ্বাদশ আসরের নিলামে থাকছে ১০জন বাংলাদেশি ক্রিকেটার।ছবি সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের দ্বাদশ আসরের নিলামে থাকছে ১০জন বাংলাদেশি ক্রিকেটার।ছবি সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের দ্বাদশ আসরের নিলামে থাকছে ১০জন বাংলাদেশি ক্রিকেটার। চলতি মাসের ১৮ তারিখে ভারতের জয়পুরে হবে এ নিলাম।

আসন্ন আসরের নিলামের জন্য এরই মধ্যে বিভিন্ন দেশের ১০০৩ জন ক্রিকেটারের নাম নিবন্ধন করা হয়েছে। এদের মধ্যে ২৩২ জন বিদেশি। বিদেশিদের মধ্যে ১০জন বাংলাদেশি। ভারতের খেলোয়াড় আছেন ৭৪৬ জন। তবে খেলোয়াড়দের তালিকা প্রকাশ করেনি আইপিএল কর্তৃপক্ষ।

১০০৩ জন খেলোয়াড় নিলামে উঠলে, ৭০জনকে দলে ভেড়াতে পারবে আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো। কারণ ইতোমধ্যে আগের আসরের স্কোয়াড থেকে কিছু খেলোয়াড় ছেড়ে দিয়ে বাকিদের দলে রেখে দিয়েছে দলগুলো।

নিলামে বিদেশিদের মধ্যে সবচেয়ে বেশি ৫৯ খেলোয়াড় রয়েছে দক্ষিণ আফ্রিকার। এরপর অস্ট্রেলিয়ার ৩৫, ওয়েস্ট ইন্ডিজের ৩৩, শ্রীলংকা ২৮, আফগানিস্তানের ২৭, নিউজিল্যান্ডের ১৭, ইংল্যান্ডের ১৪ ও জিম্বাবুয়ের পাঁচজন। এছাড়া হংকং, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস ও যুক্তরাষ্ট্র থেকে একজন করে খেলোয়াড় নিলামে থাকছে।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর