ঢাকা, ২৭ আগস্ট বুধবার, ২০২৫ || ১১ ভাদ্র ১৪৩২
good-food
২৮৯

আইসিইউতে মোস্তফা সরয়ার ফারুকী, দোয়া চাইলেন তিশা

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৭:১৬ ২৩ জানুয়ারি ২০২৪  

খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার সন্ধ্যায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর একটি হাসপাতালে নেওয়া হয়। সোমবার (২২ জানুয়ারি)  রাতে ফেসবুক পেজে এক পোস্টে ফারুকীর স্ত্রী অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা বিষয়টি প্রকাশ করেন।

 

পোস্টে তিশা লেখেন, ‘আজ সন্ধ্যা থেকে মোস্তফা একটু অসুস্থ। ডাক্তারের কাছে নিতেই ডাক্তার বলল অ্যানজিওগ্রাম করতে। করা হলো। ছোট একটা ব্রেন স্ট্রোক হয়েছে ওর। নিউরো আইসিইউতে অবজারভেশনে আছে এখন। সবাই মোস্তফা সরয়ার ফারুকীর জন্য দোয়া করবেন।’

 

যে হাসপাতালে ফারুকী চিকিৎসাধীন রয়েছেন সেখানকার ডাক্তাররা ৭২ ঘন্টা নিবিড় পর্যবেক্ষনে রাখার সিদ্ধান্ত নিয়েছেন ।

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর