ঢাকা, ১৩ সেপ্টেম্বর শনিবার, ২০২৫ || ২৮ ভাদ্র ১৪৩২
good-food
১০৪৯

আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে মুস্তাফিজুর

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৫:৪২ ২২ জানুয়ারি ২০১৯  

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

আইসিসির বর্ষসেরা ওয়ানডে একাদশে জায়গা পেয়েছেন বাংলাদেশের জাতীয় দলের বাঁহাতি পেসার কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান।

আজ মঙ্গলবার ২০১৮ সালের বর্ষসেরা টেস্ট ও ওয়ানডে একাদশের নাম ঘোষণা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আইসিসি বর্ষসেরা টেস্ট ও ওয়ানডে একাদশের দুটি দলেরই নেতৃত্বে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিকে বেঁছে নিয়েছে। যেখানে একমাত্র বাংলাদেশী ক্রিকেটার হিসেবে জায়গা পেয়েছেন কাটার মাস্টার মুস্তাফিজের

আইসিসি ২০১৮ সালের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে এই একাদশ ঘোষণা করেছে। যেখানে কাটার মাস্টার মুস্তাফিজ ওয়ানডে দলে জাসপ্রিত বুমরাহর সঙ্গে পেস বোলিং বিভাগ সামলানোর দায়িত্ব পেয়েছেন।

বর্ষসেরা ওয়ানডে একাদশে চারজন করে খেলোয়াড় পেয়েছে ইংল্যান্ড ও ভারত। বাকি তিনজনের একজন বাংলাদেশের মুস্তাফিজ, অন্য দুইজন নিউজিল্যান্ডের ডানহাতি ব্যাটসম্যান রস টেলর এবং আফগানিস্তানের স্পিনার রশিদ খান।

তবে বর্ষসেরা ওয়ানডে দলে একজন জায়গা পেলেও বর্ষসেরা টেস্ট একাদশে বাংলাদেশের কোনো খেলোয়াড়ের জায়গা হয়নি। টেস্টে সবচেয়ে বেশি তিনজন করে খেলোয়াড় রয়েছে ভারত ও নিউজিল্যান্ডের। ওয়ানডে দলে শ্রীলংকা, দক্ষিণ আফ্রিকা, উইন্ডিজ, অস্ট্রেলিয়া ও পাকিস্তানের কোন খেলোয়াড় জায়গা না পেলেও জায়গা পেয়েছে টেস্ট দলে। টেস্ট দলে শ্রীলংকা, দক্ষিণ আফ্রিকা, উইন্ডিজ, অস্ট্রেলিয়া ও পাকিস্তান থেকে একাদশে জায়গা পেয়েছে একজন করে খেলোয়াড়।

বর্ষসেরা টেস্ট একাদশ: টম ল্যাথাম, দিমুথ করুনারত্নে, কেন উইলিয়ামসন, বিরাট কোহলি (অধিনায়ক), হেনরি নিকোলস, ঋষভ পান্ত, জেসন হোল্ডার, কাগিসো রাবাদা, নাথান লায়ন, জসপ্রিত বুমরাহ, মোহাম্মদ আব্বাস।

বর্ষসেরা ওয়ানডে একাদশ: রোহিত শর্মা, জনি বেয়ারস্টো, বিরাট কোহলি (অধিনায়ক), জো রুট, রস টেইলর, জস বাটলার, বেন স্টোকস, মুস্তাফিজুর রহমান, রশিদ খান, কুলদীপ যাদব, জসপ্রিত বুমরাহ।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর