ঢাকা, ২৪ এপ্রিল বুধবার, ২০২৪ || ১১ বৈশাখ ১৪৩১
good-food
৫৭৪

আইসিসির বর্ষসেরা স্বীকৃতি পেলেন রুমানা

লাইফ টিভি 24

প্রকাশিত: ০৯:১১ ২৫ মার্চ ২০১৯  

রুমানা আহমেদ

রুমানা আহমেদ

আন্তর্জাতিক ক্রিকেটে নারীদের বর্ষসেরা ওয়ানডে ও টি-টোয়েন্টি দল ঘোষণা করেছিল বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ২০১৮ সালে ঘোষিত এই দুই ফরম্যাটের একটিতে জায়গা পেয়েছেন বাংলাদেশের নারী ক্রিকেট দলের খেলোয়াড় রুমানা আহমেদ। ওয়ানডে দলে স্থান না পেলেও টি-টোয়েন্টি দলের স্মারক ক্যাপ (টুপি) পেয়েছেন এশিয়া কাপ জেতা এই ক্রিকেটার।

আইসিসির প্রদত্ত এই স্মারক ক্যাপ পেয়ে দারুণ খুশি রুমানা। আমাদের সময় অনলাইনকে তিনি বলেন, ‘বর্ষসেরা দলের সদস্য হলে আইসিসির পক্ষ থেকে একটা পুরস্কার দেওয়া হয়, জানতাম। আমি নিজেও এই সম্মাননার জন্য বেশ উৎসুক। পেয়েছে, যার অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো না। অনেক আনন্দ লাগছে।’

রুমানা বলেন, ‘এই বছরে আন্তর্জাতিক ম্যাচ আমরা তেমন খেলিনি। সামনে হয়তো আরও ম্যাচ আছে। আরও ভালো খেলার চেষ্টা করবো।’

এই সম্মাননা পাওয়ার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাকে সাধুবাদ জানিয়েছে।

গত বছর জুনে ভারতকে হারিয়ে এশিয়া কাপ জিতেছিল বাংলাদেশ। ওই টুর্নামেন্টে দলের হয়ে সবচেয়ে উজ্জ্বল ছিলেন রুমানা। ৬ ম্যাচে ১০ উইকেট নিয়ে শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি।

গত বছর ২৪ টি-টোয়েন্টিতে ৩০ উইকেট আর ২২৯ রান করে বাংলাদেশের সেরা অল-রাউন্ডার ছিলেন এই ক্রিকেটার। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে উইকেট শিকারির তালিকায় রুমানা ছিলেন দ্বিতীয়। মেয়েদের ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের একমাত্র হ্যাটট্রিকের মালিকও রুমানা। 

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর