ঢাকা, ১৭ এপ্রিল বুধবার, ২০২৪ || ৩ বৈশাখ ১৪৩১
good-food
৫৭৯

আমি দুঃখিত: থাই রাজকন্যা

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:২৭ ১৩ ফেব্রুয়ারি ২০১৯  

থাই রাজকন্যা উবলরাতানা নির্বাচনে প্রার্থীতা ঘোষণার জন্যে ক্ষমা চেয়েছেন। মঙ্গলবার রাতে ইনস্ট্রগ্রামে এক পোস্টে তিনি বলেছেন, দেশের জন্য কাজ করার আমার আন্তরিক ইচ্ছার কারণে যে সমস্যার সৃষ্টি হয়েছে এসময় তা উচিত হয়নি। আমি দুঃখিত।

উবলরাতানা গেল শুক্রবার আসছে ২৪ মার্চ অনুষ্ঠেয় নির্বাচনে থাই রাকসা চার্ট পার্টি থেকে প্রধানমন্ত্রী পদে লড়াইয়ের ঘোষণা দেন। এরপর থেকেই দেশটির রাজনৈতিক নাটক বেশ জমে ওঠে।

থাই রাকসা চার্ট পার্টি দেশটির সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা গোষ্ঠীর সঙ্গে সম্পর্কিত। তিনি বর্তমানে কারাদণ্ড এড়াতে স্বেচ্ছা নির্বাসনে রয়েছেন।

উবলরাতানার প্রার্থীতা ঘোষণার পরপরই তার ভাই থাই রাজা মহা ভাজিরালংকর্ন বিবৃতিতে বলেন, রাজপরিবারের উচ্চপর্যায়ের কোনো সদস্যের নির্বাচনে অংশগ্রহণ সংবিধান পরিপন্থী।

এরপর সোমবার থাই রাজকন্যাকে প্রধানমন্ত্রী পদে প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে অযোগ্য ঘোষণা করে দেশটির নির্বাচন কমিশন (ইসি)।