ঢাকা, ১০ সেপ্টেম্বর বুধবার, ২০২৫ || ২৫ ভাদ্র ১৪৩২
good-food
৪৫৬

আরও কঠিন হয়ে ফেরার ঘোষণা সাকিবের

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:৪৪ ৩০ অক্টোবর ২০২০  

নিষেধাজ্ঞা শেষে এখন ক্রিকেটে ফেরার অপেক্ষায় দেশসেরা ক্রিকেটারর সাকিব আল হাসান। আরও কঠিন হয়ে মাঠে ফেরার ঘোষণা দিলেন তিনি। একটি বিজ্ঞাপনের মাধ্যমে এই বার্তা   দিয়েছেন সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার।

 

গেল বৃহস্পতিবার নিজের ফেসবুক পেজে একটি বিজ্ঞাপনের ভিডিও পোস্ট করেন সাকিব। তাতে তিনি বলেন, আমি সাকিব আল হাসান। এই ২২ গজই আমার ঠিকানা। কঠিন সময় যাচ্ছে। কিন্তু ফিরব আরও কঠিন হয়ে। চেষ্টা করে চলেছি রাতদিন অবিরাম, লাল-সবুজ জার্সি গায়ে মাঠে ফিরতে। এই ক’দিন ১১ জনের দলে না থাকলেও আছি টাইগারদের সঙ্গেই, সবচেয়ে বড় ফ্যান হয়ে। মনে একটাই স্লোগান- ‘খেলবে টাইগার, জিতবে টাইগার’। সঙ্গে আছেন তো?

 

ভিডিওর ক্যাপশনে সাকিব লিখেছেন, ‘খেলবে টাইগার, জিতবে টাইগার’ স্লোগান মেনে নিয়ে, আবারও ফিরছি ২২ গজের ঠিকানায়। এতদিন কঠিন সময়ে আমার পাশে ছিলেন বলে ধন্যবাদ সবাইকে। ভবিষ্যতেও সাথে থাকবেন তো?

 

উল্লেখ্য, জুয়াড়ির প্রস্তাব গোপন করায় গেল বছরের ২৯ অক্টোবর সাকিবকে দুই বছর সবধরনের ক্রিকেটে নিষিদ্ধ করে আইসিসি। তবে দোষ স্বীকার করায় এক বছর সাজা মওকুফ করা হয়। ফলে বাকি এক বছরের নিষেধাজ্ঞা চলতি বছরের ২৮ অক্টোবর শেষ হয়। 

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর