ঢাকা, ২৭ আগস্ট বুধবার, ২০২৫ || ১১ ভাদ্র ১৪৩২
good-food
৩৩৯

আস্থার প্রতিদান দিতে চান ফেরদৌস

লাইফ টিভি 24

প্রকাশিত: ২৩:১৯ ১০ জানুয়ারি ২০২৪  

দল ও ভোটাররা যে বিশ্বাস ও আস্থা রেখেছেন, তার প্রতিদান দিতে চান প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েই নির্বাচিত হওয়া ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক ফেরদৌস আহমেদ। আজ বুধবার সকালে জাতীয় সংসদে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তিনি। এর আগে তিনি সংসদ সদস্য হিসেবে শপথ নেন।

 

এ সময় ফেরদৌস বলেন, ‘আমার ওপর যে বিশ্বাস ও আস্থা দল, ভোটারসহ এলাকাবাসী রেখেছেন, তার প্রতিদান যেন দিতে পারি।

 

কোনো কাজ যাতে বিঘ্নিত না হয়, সে চেষ্টাই করে যাব। আমি যেন সততার সঙ্গে দেশের প্রতি, জনগণের প্রতি, বিশেষ করে আমার ঢাকা-১০ আসনের সম্মানিত নাগরিকদের জন্য অর্পিত দায়িত্ব পালন করতে পারি।’

 

তিনি বলেন, ‘ঢাকা-১০-এর আওয়ামী লীগ নেতাকর্মী ও বিশেষ করে ব্যারিস্টার তাপসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ঢাকা-১০-কে উন্নয়নে দশে দশ রাখার চেষ্টা করব।

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর