ঢাকা, ০৬ অক্টোবর সোমবার, ২০২৫ || ২১ আশ্বিন ১৪৩২
good-food
৪৬

ইউটিউব-গুগলের বিরুদ্ধে ৪ কোটির মামলা ঐশ্বরিয়া-অভিষেকের

লাইফ টিভি 24

প্রকাশিত: ০১:৫৫ ৩ অক্টোবর ২০২৫  

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ডিপফেক ভিডিও ছড়িয়ে পড়ায় ইউটিউব ও গুগলের বিরুদ্ধে প্রায় চার কোটি টাকার মামলা করেছেন বলিউড দম্পতি অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রায়। বৃহস্পতিবার ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে জানানো হয়েছে, অভিষেক ও ঐশ্বরিয়া গুগল এবং অন্যান্য মাধ্যমগুলোর বিরুদ্ধে প্রায় ৪ কোটি টাকা ক্ষতিপূরণ ছাড়াও ডিপফেক ভিডিও শেয়ারের বিষয়ে স্থায়ী নিষেধাজ্ঞা দাবি করেছেন।

 

বলিউডের এই দম্পতি আদালতকে জানান, তাদের ছবি ও কণ্ঠস্বর ব্যবহার করে ভুয়া, বিভ্রান্তিকর ও মানহানিকর বেশ কয়েকটি ভিডিও ইউটিউবে পাওয়া গেছে।ভুয়া ভিডিওর শত শত লিঙ্ক ও স্ক্রিনশট রয়েছে ঐশ্বরিয়া ও অভিষেকের কাছে। এসব ভিডিওতে তাদের নিয়ে ভয়ংকর, যৌন উসকানিমূলক ও কাল্পনিক বিষয় দেখানো হয়েছে।

 

অভিযোগে তারা উল্লেখ করেছেন, ডিপফেক ভিডিওতে দেখানো হয়েছে অভিষেক হঠাৎ কোনো অভিনেত্রীকে চুম্বন করছেন বা ঐশ্বরিয়া রায় ও সালমান খান একসঙ্গে ডিনার করছেন। এ ধরনের ভিডিওতে সুনাম ও গোপনীয়তার মৌলিক অধিকার মারাত্মক লঙ্ঘন হয়েছে বলে জানান অভিষেক-ঐশ্বরিয়া।

 

বলিউড দম্পতি যুক্তি দেন, যদি এআই প্ল্যাটফর্মগুলোকে পক্ষপাতদুষ্ট কন্টেন্টের ওপর ভিত্তি করে প্রশিক্ষণ দেওয়া হয় তাহলে নেতিবাচকভাবে ভিডিও আরও ছড়িয়ে পড়বে।  গত মাসে দিল্লি হাইকোর্ট আদালতে গুগলের আইনজীবীকে ১৫ জানুয়ারি পরবর্তী শুনানির আগে লিখিত প্রতিক্রিয়া জমা দিতে আদেশ দেয়।

 

চলতি বছর মুক্তিপ্রাপ্ত ‘কালীধর লাপাতা’ সিনেমায় সর্বশেষ দেখা যায় অভিষেক বচ্চনকে। আর ঐশ্বরিয়ার শেষ ছবি ‘মণি রত্নমের পোন্নিইন সেলভান ২’ মুক্তি পায় ২০২৩ সালে। এখন পর্যন্ত এই অভিনেত্রীর নতুন কোনো ছবি মুক্তির কথা জানা যায়নি। তবে, শাহরুখ খান ও সুহানা খানের ছবি ‘কিং’-এ অভিনয় করতে দেখা যাবে অভিষেককে।

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর