ঢাকা, ১২ অক্টোবর রোববার, ২০২৫ || ২৭ আশ্বিন ১৪৩২
good-food
৬৮১

ইথিওপিয়ার সেনাপ্রধান গুলিবিদ্ধ

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৪:১৮ ২৩ জুন ২০১৯  

ইথিওপিয়ার প্রতিরক্ষা বাহিনীর প্রধান সিয়ারে মেকননেন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আবি আহমেদ।

বিবিসির খবরে বলা হয়েছে, উত্তরাঞ্চলীয় আমহারা অঞ্চলে একটি অস্থিরতার পর তিনি গুলিবিদ্ধ হয়েছেন। তবে মেকননেন জীবিত আছেন কিনা, তা জানা যায়নি।

রবিবার সকালে সামরিক পরিচ্ছদ পরিহিত প্রধানমন্ত্রী আবি রাষ্ট্রীয় টেলিভিশনের মাধ্যমে দেশবাসীকে জানান, আমহারা অঞ্চলের রাজধানী বাহির দারে এক হামলার ঘটনায় বেশ কয়েকজন কর্মকর্তাও নিহত হয়েছেন। একদল ‘ভাড়াটে সেনা’ সেনাবাহিনীর প্রধান জেনারেল সিয়ারে মেকননেনের ওপর হামলা চালায় বলে জানিয়েছেন তিনি।

পরিস্থিতির বিষয়ে বিস্তারিত আর কিছু জানাননি প্রধানমন্ত্রী। জেনারেল মেকননেন নিহত না আহত হয়েছেন তা পরিষ্কার হয়নি। বিবিসি জানায়, আমহারায় ‘একটি সামরিক অভ্যুত্থানের চেষ্টা হয়েছিল’ বলে এর আগে জানিয়েছিল তার সরকার।

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর