ঢাকা, ২৪ এপ্রিল বুধবার, ২০২৪ || ১১ বৈশাখ ১৪৩১
good-food
২৫৫

এ বছর বিপিএল হচ্ছে না: পাপন

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:৩৬ ১২ অক্টোবর ২০২০  

করোনার কারণে এ বছর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সম্ভাবনা নেই। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন এ কথা জানিয়েছেন। তিনি বলেন, টুর্নামেন্টটি চলতি বছরের নভেম্বর-ডিসেম্বরে হওয়ার কথা ছিল। কিন্তু কোভিড-১৯ মহামারির কারণে বিশ্ব কঠিন সময় পার করছে। তাই বিপিএল আয়োজন করার কোনও উপায় নেই।

 

পাপন বলেন, এটি আয়োজন করতে আমাদের বিদেশি খেলোয়াড় আনতে হবে। এ পরিস্থিতিতে তা সম্ভব নয়। সেই সঙ্গে আরও ভালো ব্যবস্থা নিশ্চিত করা দরকার, যা সম্ভবপর নয়। তাই এ বছর আমাদের নজরে বিপিএল নেই।

 

বিসিবি প্রেসিডেন্টস কাপ দিয়ে ইতোমধ্যে ক্রিকেট মাঠে ফিরিয়েছে বিসিবি। ৩ দল নিয়ে ৫০ ওভারের টুর্নামেন্ট আয়োজন করেছে বোর্ড। সেটি আয়োজন করতে প্রত্যেক দলের খেলোয়াড়দের জন্য জৈব-সুরক্ষা পরিবেশ তৈরি করেছে তারা।

 

পাপনের মতে, অনেক কারণে ফ্র্যাঞ্চাইজিদের দল পরিচালনার জন্য জৈব-সুরক্ষা পরিবেশ তৈরি করা সম্ভব নয়। 
বিসিবি প্রেসিডেন্ট বলেন, আমি মনে করি না, প্রাণঘাতী ভাইরাসের মুখে বিপিএল আয়োজন করা বাংলাদেশের জন্য সহজ হবে। এখানে বেশিরভাগ ফ্র্যাঞ্চাইজি দল চালানোর জন্য অনেক সমস্যা মোকাবেলা করে। 

 

তিনি বলেন, ইংল্যান্ডে (টি-২০ ব্লাস্ট) ও সংযুক্ত আরব আমিরাতে (আইপিএলের জন্য) যে জৈব-সুরক্ষা পরিবেশ স্থাপন করা হয়েছে তা এদেশে সম্ভব নয়। বাংলাদেশে দলগুলোর জন্য জৈব-সুরক্ষা পরিবেশ তৈরি করা আমাদের ফ্র্যাঞ্চাইজিগুলোর পক্ষে সম্ভব নয়। তারা এত অর্থ ব্যয় করতে পারবে না।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর