ঢাকা, ১৩ সেপ্টেম্বর শনিবার, ২০২৫ || ২৯ ভাদ্র ১৪৩২
good-food
৬৯৪

একবার হলেও মেসির সঙ্গে খেলতে চান সালাহ

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:০৩ ৭ জানুয়ারি ২০১৯  

২০১৭ মৌসুমে রোমা থেকে লিভারপুলে যোগ দেন মোহাম্মদ সালাহ। এসেই নিজেকে মেলে ধরেন তিনি। ২০১৮ মৌসুমে করেন ৪৪ গোল।  তার দুর্দান্ত পারফরম্যান্সেই এই  মৌসুমে শিরোপার দৌড়ে সবার চেয়ে এগিয়ে অলরেডরা। যা ১৯৯০ সালের পর প্রথম ঘটনা।  

উড়ন্ত পারফর্ম্যান্সের কারণে সব ক্লাবের নজর এখন সালাহর দিকে।  সেই দৌড়ে সবার আগে নাম শোনা যায় রিয়াল মাদ্রিদের। তবে মিসরীয় কিংয়ের স্বপ্ন জীবনে একবার হলেও লিওনেল মেসির সঙ্গে একই দলে খেলার।

স্প্যানিশ সংবাদমাধ্যম 'ডন ব্যালন' এমনটিই জানিয়েছে। তাদের দাবি, লিভারপুলের সাবেক ফুটবলার লুইস সুয়ারেজ ও ফিলিপ কুতিনহোর মতো জীবনে একবার হলেও আর্জেন্টাইন জাদুকরের সঙ্গে খেলতে চান সালাহ।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর