ঢাকা, ২৯ মার্চ শুক্রবার, ২০২৪ || ১৫ চৈত্র ১৪৩০
good-food
৫২৮

ওয়েস্ট ইন্ডিসের ঝড়ো ব্যাটিংয়ে ৮ উইকেটের হার বাংলাদেশের

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৫:৪৪ ১৭ ডিসেম্বর ২০১৮  

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

ঘূর্ণিঝড় 'ফেথাই' বিকেল নাগাদ অন্ধ্র উপকূল অতিক্রম করার কথা ছিল। বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে তাই সতর্ক সংকেত ছিল আগে থেকেই। বিকেল নাগাদ বৃষ্টি হওয়ার সম্ভাবণা আছে সিলেটে। ওয়েস্ট ইন্ডিজের হয়তো তাই তাড়াহুড়ো। সিলেটের দর্শককে তারা দেখিয়ে দিল 'ফেথাাই' তান্ডব কাকে বলে। তাদের ওই ব্যাটিং তান্ডবে ১১ ওভারের মধ্যে রান তুলে ফেলেছে সফরকারীরা। জয় পেয়েছে ৮ উইকেটের। বড় এই জয়ে জমে থাকা সব ঝাঁঝ বের করেছে দিয়েছে তারা বংলাদেশের বলারদের উপর। 

এর আগে ব্যাট হাতে প্রথমে মামুলি সংগ্রহ করে বাংলাদেশ। সংগ্রহটা আরো মামুলি বানিয়ে ফেলেছে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। শুরুতে দুই ওপেনারের ঝড়। পরে শাই হোপের তান্ডবে কাঁপন ধরেছে বাংলাদেশ বোলারদের। 

এ ম্যাচে দলের হয়ে তৃতীয় দ্রুততম টি-২০ ফিফটি তুলে নেন ওয়েস্ট ইন্ডিজ ওপেনার শাই হোপ। তিনি ফিরেছেন ২৩ বলে ৫৫ রান করে। পরে নিকোলাস পরান ২০ রান ব্যাট করছেন। তার সঙ্গী কেমো পল। এছাড়া ওপেনার এভিন লুইস ১৮ রান করে আউট হন।  কেমো পল করেন ১৪ বলে ২৮ রানের ঝড়ো এক ইনিংস। 

এর আগে বাংলাদেশ দল ছয় বল হাতে রেখে ১২৯ রানে অলআউট হয়ে যায়। বাংলাদেশের হয়ে টি-২০ অধিনায়ক সাকিব আল হাসান ৪৩ বলে ৬১ রান করে ফেরেন। এছাড়া আরিফুল হক করেন ১৭ রান। মাহমুদুল্লাহ ১২ রান করে ফেরেন। বাংলাদেশের অন্য কোন ব্যাটসম্যান ১০ রানের কোটায় উঠতে পারেনি।   

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর