ঢাকা, ১৬ এপ্রিল মঙ্গলবার, ২০২৪ || ৩ বৈশাখ ১৪৩১
good-food
২৬৫

করোনামুক্ত রোনালদো

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:০২ ৩১ অক্টোবর ২০২০  

করোনা থেকে পুরোপুরি সেরে উঠেছেন জুভেন্টাস সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। প্রাণঘাতী ভাইরাসে তার টেস্টের ফলাফল নেগেটিভ এসেছে। ১৯ দিন পর সিআরসেভেন’র করোনা পরীক্ষার ফল নেগেটিভ এলো। 

 

গেল ১৩ অক্টোবর কোভিড-১৯ পজিটিভ হন রোনালদো। ওই সময় স্বদেশ পর্তুগালের হয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলছিলেন তিনি। এরপর ইতালিতে ফিরে আইসোলেশনে ছিলেন ৩৫ বছর বয়সী ফুটবলার। 

 

এসময়ে জুভদের হয়ে চার ম্যাচ খেলতে পারেননি রোনালদো। এর মধ্যে তিন ম্যাচেই হারের তিক্ত স্বাদ নিতে হয়েছে ইতালি চ্যাম্পিয়নদের, জিতেছে মাত্র একটিতে। তাকে ছাড়া গেল বুধবার চ্যাম্পিয়নস লিগে বার্সেলোনার বিপক্ষে কোনো প্রতিরোধই গড়ে তুলতে পারেনি তারা। 

 

তবে আগামী রোববার (১ নভেম্বর) সিরি আ ম্যাচ দিয়ে মাঠে ফিরছেন রোনালদো। এবার রূপ বদলাতে পারে তুরিনের বুড়িরা।

 

বিবৃতিতে জুভেন্টাস জানিয়েছে, করোনা টেস্টের ফল হাতে পেয়েছেন রোনালদো। তার রেজাল্ট নেগেটিভ এসেছে। ১৯ দিন পর সেরে উঠলেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর