ঢাকা, ০৯ সেপ্টেম্বর মঙ্গলবার, ২০২৫ || ২৫ ভাদ্র ১৪৩২
good-food
৫১২

করোনায় আক্রান্ত ছেলে-স্ত্রীসহ আজিজুল হাকিম

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:৩২ ১১ নভেম্বর ২০২০  

করোনায় আক্রান্ত হয়েছেন জনপ্রিয় অভিনেতা আজিজুল হাকিম এবং তার স্ত্রী নাট্যকার জিনাত হাকিম। তাদের ছেলে মুহাইমিন রেদোয়ান হাকিমও প্রাণঘাতী ভাইরাস পজিটিভ। অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম বিষয়টি নিশ্চিত করেছেন ।

 

কিছুদিন ধরেই অসুস্থতায় ভুগছিলেন আজিজুল ও জিনাত। এ দম্পতির পুত্র মুহাইমিনেরও অসুস্থতাবোধ ছিল। ফলে বাংলাদেশ স্পেশালিস্ট হাসপাতালে কোভিড-১৯ পরীক্ষা করান তারা। মঙ্গলবার (১০ নভেম্বর) তাদের রিপোর্ট পজিটিভ আসে। 

 

আহসান হাবিব নাসিম বলেন, আজিজুল ভাই, জিনাত ভাবি ও তাদের ছেলে করোনা পজিটিভ। চিকিৎসকের পরামর্শে নিজেদের বাসায় রয়েছেন তারা। তাদের শারীরিকভাবে বড় ধরনের কোনো জটিলতা দেখা দেয়নি।

 

আজিজুল, জিনাত ও মুহাইমিনের রক্তের বেশ কিছু পরীক্ষা করা হয়েছে। বুধবার (১১ নভেম্বর) রাতে এসব টেস্টের ফলাফল হাতে পাবেন তারা। এরপর চিকিৎসকরা সিদ্ধান্ত নেবেন বাসায় না হাসপাতালে চিকিৎসা নেবেন তিনজন।
ছাত্রজীবনে আরিয়ানাক থিয়েটারে যুক্ত হন আজিজুল। ১৯৭৭ সালে আরণ্যক নাট্যদলে যোগ দেন তিনি। পরে অনেক দর্শকপ্রিয় মঞ্চ-টিভি নাটক এবং চলচ্চিত্র উপহার দিয়েছেন। 

 

১৯৯৩ সালে জিনাতের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। এরপর কয়েক বছরের ব্যবধানে তাদের সংসার আলো করে আসে কন্যা নাযাহ হাকিম এবং পুত্র মুহাইমিন রেদোয়ান হাকিম।

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর