ঢাকা, ০৯ নভেম্বর রোববার, ২০২৫ || ২৪ কার্তিক ১৪৩২
good-food
১২৪৫

কাতার গেল বাংলাদেশ জাতীয় ফুটবল দল

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:১২ ১৯ নভেম্বর ২০২০  

কাতারের বিপক্ষে বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাইপর্বের ম্যাচ খেলতে সকালে ঢাকা ছেড়েছে বাংলাদেশ ফুটবল দল। আগামী ৪ ডিসেম্বর কাতারের বিপক্ষে মাঠে নামার আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে জামাল ভূঁইয়ারা। ম্যাচ দুটি হওয়ার কথা ২৫ ও ২৮ নভেম্বর। এর আগে তিন দিন কোয়ারেন্টিনে থেকে ২২ নভেম্বর থেকে অনুশীলন করবে বাংলাদেশ দল।

করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় প্রধান কোচ জেমি ডে দলের সঙ্গী হতে পারেননি । এ ছাড়া করোনা আক্রান্ত হওয়ায়  ডিফেন্ডার মনজুরুর রহমানের যাওয়া হচ্ছে না।
জানা গেছে, কাতারে পৌছে নিয়মানুযায়ী ১৪ দিন কোয়ারন্টিনে থাকতে হবে বাংলাদেশ ফুটবল দলকে। 

হাতের চোট নিয়েও দলে আছেন মিডফিল্ডার মামুনুল ইসলাম। নেপালের বিপক্ষে সিরিজের দল থেকে বাদ পড়েছেন ফয়সাল হোসেন, নাজমুল ইসলাম ও মোহাম্মদ আবদুল্লাহ। জেমি ডে সুস্থ হলে পরবর্তী সময়ে দলের সঙ্গে যোগ দেবেন। এখন প্রধান কোচের দায়িত্ব পালন করবেন স্টুয়ার্ট ওয়াটকিস।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর