ঢাকা, ২৬ এপ্রিল শুক্রবার, ২০২৪ || ১৩ বৈশাখ ১৪৩১
good-food
৬১০

কাশ্মীর নিয়ে ভারতকে হুঁশিয়ারি জাতিসংঘের

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:০৮ ৮ আগস্ট ২০১৯  

কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করেছে ভারত সকার। এরপর সেখানে অতিরিক্ত সেনা মোতায়েন করেছে তারা। পাশাপাশি কাশ্মীরী সাবেক মুখ্যমন্ত্রীদের গৃহবন্দি করেছে মোদি সরকার।

পরিপ্রেক্ষিতে নয়দিল্লির উদ্দেশে ভিডিও বার্তা প্রকাশ করেছে জাতিসংঘ। কাশ্মীরের উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতির বিষয়ে গভীর উদ্বেগ জানিয়েছে তারা। ভারতের কেন্দ্রীয় সরকারের এমন আচরণ ভূ-স্বর্গের মানবাধিকার পরিস্থিতি খারাপের দিকে নিয়ে যাবে বলে হুঁশিয়ারি দিয়েছে বিশ্বশান্তি সংস্থা।

বুধবার সোশ্যাল মিডিয়া টুইটারে প্রকাশিত এক ভিডিও বার্তায় জাতিসংঘের মানবাধিকার কমিশনের মুখপাত্র এ হুঁশিয়ারি দেন। তিনি বলেন, সাম্প্রতিক অচলাবস্থা কাশ্মীর পরিস্থিতিতে ভিন্ন মাত্রায় দিয়েছে।  আমাদের আগের প্রতিবেদনে ভারতীয় কর্তৃপক্ষ কিভাবে ভিন্নমত দমনে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন, রাজনৈতিকভাবে ভিন্নমত পোষণকারীদের শাস্তি দিতে নির্বিচারে আটক এবং বিক্ষোভ মোকাবেলায় মাত্রাতিরিক্ত সেনা মোতায়েন করে; যা বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও গুরুতর জখম ঘটায় সেসব বিবরণ রয়েছে।

চলতি সপ্তাহে আরোপিত নতুন পদক্ষেপ কাশ্মীর পরিস্থিতিকে অন্য মাত্রায় নিয়ে গেছে বলেও মন্তব্য করেন তিনি। এ মুখপাত্র বলেন, জাতিসংঘ এখন ওই অঞ্চলে ফের টেলিযোগাযোগে বিধিনিষেধ আরোপের বিষয়টি পর্যবেক্ষণ করছে। টেলিযোগাযোগ যেভাবে বন্ধ করা হয়েছে তাতে মনে হচ্ছে, এর আগে এমন কঠোর নিষেধাজ্ঞা দেখিনি।

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর