ঢাকা, ১৩ সেপ্টেম্বর শনিবার, ২০২৫ || ২৯ ভাদ্র ১৪৩২
good-food
৭২৪

ক্যারিয়ার সেরা র‌্যাংকিংয়ে মোস্তাফিজ

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৭:৪৯ ১৬ ডিসেম্বর ২০১৮  

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজে বল হাতে দারুণ ছিলেন মোস্তাফিজুর রহমান। ৩ ম্যাচে মাত্র ৪.৩৬ ইকোনমিতে নেন ৫ উইকেট। বোলিংয়ে ছিল অসাধারণ নিয়ন্ত্রণ ও বৈচিত্র্য। এর পুরস্কারও হাতেনাতে পেলেন তিনি। আইসিসির সবশেষ প্রকাশিত বোলিং র‌্যাংকিংয়ে পঞ্চম স্থানে্‌ উঠে এসেছেন কাটার মাস্টার।

এ নিয়ে প্রথমবারের মতো সেরা পাঁচে ঢুকলেন মোস্তাফিজ। ক্যারিয়ার সর্বোচ্চ ৬৯৫ রেটিং পয়েন্ট নিয়ে পাঁচে অবস্থান করছেন তিনি। সিরিজে সর্বোচ্চ ৬টি করে উইকেট নেয়া মেহেদি হাসান মিরাজ এবং মাশরাফি বিন মুর্তজার র‌্যাংকিংয়ে উন্নতি ঘটেছে। ১৯ ধাপ এগিয়ে ২৮ নম্বরে উঠে এসেছেন মিরাজ। ১০ ধাপ এগিয়ে মাশরাফির অবস্থান ২৩।

বাংলাদেশের জন্য সুখবর রয়েছে অলরাউন্ডার র‌্যাংকিংয়েও। রশিদ খানের কাছে সিংহাসন হারানো সাকিব নিজের মুকুট ফিরে পাওয়ার সন্নিকটে। আফগান তুর্কির (৩৫৩) সঙ্গে সাকিবের (৩৫২) রেটিংয়ের পার্থক্য মাত্র ১। এছাড়া ১৯ ধাপ এগিয়ে ৩৮তম স্থানে উঠে এসেছেন মেহেদি মিরাজ।

টাইগার ব্যাটসম্যানদের মধ্যে ক্যারিয়ার সেরা ৭১২ রেটিং পয়েন্ট নিয়ে ১৫ নম্বরে অবস্থান করছেন মুশফিকুর রহিম। এছাড়া ১০ ধাপ এগিয়ে সৌম্য সরকার অবস্থান করছেন ৪২তম স্থানে।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর