ঢাকা, ১৯ এপ্রিল শুক্রবার, ২০২৪ || ৬ বৈশাখ ১৪৩১
good-food
৫৮৫

ক্রিকেটে ফিরছেন শোয়েব আখতার

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:৫২ ১৪ ফেব্রুয়ারি ২০১৯  

২০১১ ওয়ানডে বিশ্বকাপের পর ক্রিকেটকে বিদায় বলেন শোয়েব আখতার। তবে ৮ বছর পর ফের ক্রিকেটে ফেরার ঘোষণা দিলেন তিনি। সোশ্যাল মিডিয়া টুইটারে এ ঘোষণা দেন পাকিস্তানের সাবেক স্পিডস্টার।

টুইটবার্তায় শোয়েব বলেন, এখনকার ছেলেরা মনে করে ক্রিকেটের অনেক কিছু জানে। তারা আমার বোলিং স্পিডকে চ্যালেঞ্জ করতে পারে। গতি কাকে বলে তা দেখাতে আমি ফের ক্রিকেটে ফিরে আসছি। আমি লিগও খেলব। তাই সাবধান। ১৪ ফেব্রুয়ারি হলো সেই দিন। তোমাদের ক্যালেন্ডারে এই দিনটায় দাগ দিয়ে রাখ।

শোয়েবের এমন ঘোষণা পাকিস্তানের ক্রিকেট মহলে আলোচনার বিষয়বস্তুতে পরিণত হয়েছে। সাবেক ও বর্তমান বেশ কয়েকজন খেলোয়াড় রাওয়ালপিন্ডি এক্সপ্রেসকে উদ্দেশ্যে করে মন্তব্যও করেছেন। দেশটির সাবেক অধিনায়ক ও কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম লিখেছেন, সত্যিই কি তুমি ফিরছ? আজকের ছেলেরা তোমার আক্রমণাত্মক মনোভাবকে ব্যবহার করতে পারে।

পাক অলরাউন্ডার শোয়েব মালিক বলেন, দুর্দান্ত সময় শোয়েব ভাই। তুমি ফিরে এসো। দেখাও আগ্রাসন কাকে বলে। কিংবদন্তি ফিরছেন, তর সইছে না।

আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ ১৬১.৩ কিলোমিটার ঘণ্টায় বল করার রেকর্ড আছে শোয়েবের। তাই ৪৩ বছর বয়সে তিনি আরও কত জোরে বল করতে পারেন তা দেখতে মুখিয়ে ক্রিকেটপ্রেমিরা।

বৃহস্পতিবার শুরু হচ্ছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। তাই অনেকে মনে করছেন, পিএসএলে কোনও দলের হয়ে মাঠে নামতে পারেন তিনি।

জাতীয় দলের জার্সিতে ৪৬ টেস্টে ১৭৮টি, ১৬৩টি ওয়ানডেতে ২৪৭টি ও ১৫টি টি-টোয়েন্টিতে ১৯ উইকেট শিকার করেছেন শোয়েব।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর