ঢাকা, ১৩ সেপ্টেম্বর শনিবার, ২০২৫ || ২৮ ভাদ্র ১৪৩২
good-food
৬৮৬

গেইল ঝড়ে রংপুর রাইডার্সের জয়

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:৩৭ ২২ জানুয়ারি ২০১৯  

 প্রথমবারের মতো দেখা গেল গেইল ঝড়।  রংপুর রাইডার্সের তিন বিদেশি সুপারস্টারই আজ একসঙ্গে জ্বলে উঠেছিলেন। এবিডি ভিলিয়ার্স, অ্যালেক্স হেলস  ধীরে ধীরে তোলেন ঝড়।  সেই ঝড়ে ৬ উইকেটের ব্যবধানে উড়ে যায় মাহমুদউল্লাহ রিয়াদের খুলনা টাইটান্স।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ১৮২ রানের টার্গেট তাড়া করতে নেমে রংপুর রাইডার্সকে দারুণ সূচনা এনে দেন অ্যালেক্স হেলস এবং ক্রিস গেইল। ২৬ বলে হাফ সেঞ্চুরি করা হেলস শেষ প্যন্ত ৮ চার ৩ ছক্কায় ৫৫ রানে ইয়াসির শাহর শিকার হন। এরপর হাত খুলতে শুরু করেন ক্যারিবীয় দানব। সিরিজে প্রথমবারের মতো তার ব্যাটে দেখা যায় দারুণ সব স্ট্রোক। গেইলের সঙ্গী ডি ভিলিয়ার্সও ছিলেন বিধ্বংসী।

বিধ্বংসী প্রোটিয়া তারকার ২৫ বলে ৩ চার ৪ ছক্কায় গড়া ৪১ রানের ইনিংসটি থামে মাহমুদউল্লাহর বলে। রিভার্স সুইপ খেলতে গিয়ে এলবিডাব্লিউ হয়ে যান ডি ভিলিয়ার্স। রিভিউ নিয়েও সিদ্ধান্ত পাল্টানো সম্ভব হয়নি। প্রত্যাশার চাপ এসে পড়ে ক্রিস গেইলের ওপর। ধীরে ধীরে হাত খুলতে থাকেন ইউনিভার্স বস। ৩৪ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন তিনি। রংপুর যখন জয় থেকে ১১ রান দূরে, তখন ৪০ বলে ২ চার ৫ ছক্কায় ৫৫ রান করে গেইল শিকার হন জুনায়েদ খানের।

আজ মঙ্গলবার দিনের প্রথম ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই মাশরাফির বোলিং তোপের মুখে পড়ে খুলনার ব্যাটসম্যানেরা।  তৃতীয় উইকেটে দুজনের ৪৯ রানের জুটি ভাঙে ক্রিস গেইলের বলে ২০ বলে ৩২ করা টেইলর নাহিদুলের তালুবন্দি হলে। উইকেটে আসেন অধিনায়ক মাহমুদউল্লাহ। একপ্রান্ত আগলে রাখা নাজমুল হোসেন শান্ত ৩৫ বলে ৪৮ করে ফরহাদ রেজার শিকার হন। 
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে ঢাকা ডায়নামাইটস এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর