ঢাকা, ১৯ এপ্রিল শুক্রবার, ২০২৪ || ৬ বৈশাখ ১৪৩১
good-food
৪৩৫

চলে গেলেন কিংবদন্তি ফুটবলার বাদল রায়

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:৩৫ ২২ নভেম্বর ২০২০  

অবশেষে মৃত্যুর কাছে হার মানলেন দেশের কিংবদন্তি ফুটবলার এবং বর্ষিয়ান ফুটবল সংগঠক বাদল রায়। তিনি রবিবার বিকেল ৫টা ৩৫মিনিটে বাংলাদেশ মেডিকেলে মৃত্যুবরণ করেন।

 

গত ৫ নভেম্বর গুরুতর অসুস্থ হয়ে আজগর আলী হাসপাতালের আইসিইউতে ভর্তি হন জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত সাবেক এই ফুটবলার। ১১ নভেম্বর অবস্থার অবনতি হলে আজগর আলী হাসপাতাল থেকে স্কয়ার হাসপাতালের আইসিইউতে নেয়া হয়। 

 

বাদল রায়ের স্ত্রী মাধুরী রায় জানান, করোনা থেকে ভালো হওয়ার পর  বাদলের কিডনিতে সমস্যা দেখা দেয়। ডায়ালাইসিসের জন্য স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

 

বাদল গত ১৩ আগস্ট করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। চিকিৎসকের পরামর্শে বাসায় থেকেই চিকিৎসা করে করোনামুক্ত হন। 

 

২০১৭ সালে মস্তিষ্কে রক্তক্ষরণ হলে বাদলের জীবন সংকটাপন্ন হয়ে পড়েছিল। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে চিকিৎসার জন্য সিঙ্গাপুর পাঠিয়েছিলেন। সেখানে চিকিৎসা নিয়ে তিনি সুস্থ হয়ে দেশে ফেরেন।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর