ঢাকা, ২৬ এপ্রিল শুক্রবার, ২০২৪ || ১৩ বৈশাখ ১৪৩১
good-food
৪৬৮

চিটাগংকে হারিয়ে শীর্ষে কুমিল্লা

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:১৯ ২৯ জানুয়ারি ২০১৯  

বিপিএলে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে চিটাগং ভাইকিংসকে উইকেটে হারিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এই জয়ে ১০ ম্যাচে ৭ জয় ও ৩ হারে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠল ইমরুল বাহিনী। সমানসংখ্যক ম্যাচে মুশফিক বাহিনীর সংগ্রহ ১২ পয়েন্ট।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ব্যাট হাতে জ্বলে উঠতে পারেনি ভাইকিংসরা। ওপেনার মোহাম্মদ শাহজাদ বাদে ওপরের সারির প্রথম ব্যাটসম্যানই দ্রুতই পতনের তালিকায় নাম তোলেন। একপ্রান্ত আগলে রান তোলার চেষ্টা করেন শাহজাদ। কিন্তু বেশি দূর যেতে পারেননি তিনি। চার ছক্কায় ৩৫ বলে ৩৩ রান করেন এ আফগান। দলীয় ৭০ রানে সপ্তম ব্যাটসম্যান হিসেবে বিদায় নেন বিধ্বংসী ব্যাটার।
এরপর দলের স্কোরকে শতরানের কোটা পার করান মোসাদ্দেক হোসেন। মারমুখী মেজাজে ব্যাট চালিয়ে দলকে সম্মানজনক স্কোর এনে দেন তিনি। ৩টি করে চার ছক্কায় ২৫ বলে অপরাজিত ৪৩ রান করেন এ তরুণ। নির্ধারিত ১৯ ওভারে উইকেটে ১১৬ রান করে চিটাগং। বৃষ্টির কারণে ১৯ ওভারে ম্যাচটি নির্ধারণ করা হয়। কুমিল্লার হয়ে শহীদ আফ্রিদি ওভার বোলিং করে মাত্র ১০ রান দিয়ে উইকেট নিয়ে হয়েছেন ম্যাচসেরা। এছাড়া মোহাম্মদ সাইফউদ্দিন ওয়াহাব রিয়াজ ২টি করে উইকেট নেন।
১১৭ রানের টার্গেটে ভালো শুরুর পথেই ছিল কুমিল্লা। তবে দলীয় ২৬ রানে ওপেনার এনামুল হককে হারায় দলটি। ১৩ বলে রান করেন তিনি। তবে ব্যাট হাতে অবিচল ছিলেন তামিম ইকবাল। শামসুর রহমানের সঙ্গে ৬৫ রানের জুটি গড়ে দলের জয়ের পথ মসৃন করেন তিনি। তবে ড্যাশিং ওপেনার খেলেন ধীরলয়ে। কিন্তু অপরপ্রান্তে মারমুখী ছিলেন শামসুর। শেষ পর্যন্ত ২২ বলে ৩৬ রান করে থামেন এ ব্যাটসম্যান। তার ইনিংসে ছিল চার ছক্কার মার।
এরপর উইকেটে গিয়ে রানের বেশি করতে পারেননি অধিনায়ক ইমরুল কায়েস। তারপরও জয় তুলতে বেগ পেতে হয়নি কুমিল্লার। থিসারা পেরেরাকে নিয়ে দলকে জয়ের স্বাদ দেন তামিম। চার ছক্কায় ৫১ বলে অপরাজিত ৫৪ রান করেন তিনি। ১০ রানে অপরাজিত ছিলেন পেরেরা।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর