ঢাকা, ১৩ সেপ্টেম্বর শনিবার, ২০২৫ || ২৯ ভাদ্র ১৪৩২
good-food
৬৯৫

চেলসিকে না বলে দিলেন হ‍্যাজার্ড

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৪:০৯ ১৮ জানুয়ারি ২০১৯  

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

এ বছরের জানুয়ারির যে দলবদল হবে তার সব উত্তেজনা যেন চেলসির বেলজিয়ান তারকা এডেন হ্যাজার্ডকে ঘিরে। শীতকালীন দলবদলের সময় তার চেলসিকে ছাড়ার কোনো সম্ভাবনা না থাকলেও গ্রীষ্মকালীন দলবদলের সময় তাকে ধরে রাখার সম্ভাবনা নেই চেলসির। তাছাড়া বেলজিয়ান তারকা এডেন হ্যাজার্ডের ইচ্ছা স্প‍্যানিস ক্লাব রিয়াল মাদ্রিদের হয়ে খেলার। আর তাই গুঞ্জন উঠেছে পরের মৌসুমে চেলসিতে আর থাকছেন না হ্যাজার্ড। এবার সেই গুঞ্জন উসকে দিলেন এক সাংবাদিক। চেলসির চুক্তি নবায়নে প্রস্তাব ফিরিয়ে দিয়েছে বিশ্বকাপের দ্বিতীয় সেরা এই ফুটবলার।  


স্প্যানিশ পত্রিকা এএস জানিয়েছে, "হ্যাজার্ড রিয়াল মাদ্রিদে আসার জন্যই এমন করছেন।" তাছাড়া এমনটাই জানিয়েছেন বেলজিয়ান সাংবাদিক ক্রিস্টফ তেরার। হ্যাজার্ডের দলবদল নিয়ে তেরার বলেছেন, "এখন পর্যন্ত চেলসির দুটি প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন হ্যাজার্ড এবং পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন এখন নতুন কোনো চুক্তিতে আগ্রহ নেই তার। এর মানে সে কোনো একটি বিষয়ের অপেক্ষায় আছে আর সেটির একটিই অর্থ হতে পারে; রিয়াল মাদ্রিদ।"  হ্যাজার্ডের নিজস্ব লোকদের সঙ্গে সম্পর্ক রাখা এই সাংবাদিক আরও জানান, "এই মুহূর্তে রিয়ালের সঙ্গে কোনো চুক্তি হয়নি তাঁর, চেলসির সঙ্গেও না। মাদ্রিদ এখনো সরাসরি তাদের আগ্রহের কথা বলেনি। গত মৌসুমের মতো এবার কোনো ফোন কলও করা হয়নি। সেবার মাদ্রিদ যখন কথা বলেছিল, চেলসির মারিনা গ্র্যানোভস্কায়া বলে দিয়েছেন হ্যাজার্ড বিক্রির জন্য নয়। রিয়াল সে সিদ্ধান্তকে সম্মান করেছে। তবে মাদ্রিদ যদি এ মৌসুমের শেষে আবার আসে, যেহেতু ওদের স্কোয়াডে ঘাটতি আছে। তখন খেলোয়াড়ের জন্য কথা বলা সোজা, কারণ তখন চুক্তিতে মাত্র এক বছর বাকি থাকবে।" 


হ্যাজার্ডকে পাওয়ার জন্য শুধু রিয়াল মাদ্রিদ নয় ফ্রেঞ্চ ক্লাব পিএসজিও চেষ্টা করেছিল। তবে তেরার এই প্রসঙ্গে জানিয়েছেন, ‘হ্যাজার্ডের জন্য বিষয়টা খুব সহজ। হয় সে চেলসিতেই থাকবে অথবা রিয়াল মাদ্রিদে যাবে। পিএসজিতে যাওয়ার কোনো আগ্রহই তাঁর নেই। তারা অনেক দিন ধরেই তার ব্যাপারে আগ্রহ দেখাচ্ছে এবং সব সময় একই উত্তর পেয়েছে: হ্যাজার্ড ফ্রেঞ্চ লিগে খেলে ফেলেছে এবং যদি কখনো ফেরে তবে ফ্রেঞ্চ ক্লাব লিলিতে খেলার জন‍্যই ফিরবে।  হ্যাজার্ড, তাঁর স্ত্রী ও বাচ্চারা সুখেই আছে। যদি রিয়ালে যাওয়ার স্বপ্নের ডাক শেষ পর্যন্ত না আসে, সে চেলসিতেই থেকে যাবে এবং আজীবনের চুক্তি করবে। তবে আমার মনে হয় সে রিয়ালে যাওয়ার জন্য শেষ একটা চেষ্টা করবে এবং মাদ্রিদও তাতে সাড়া দেবে।" 

এডেন হ্যাজার্ডের দল বদলের গুঞ্জনে নিজেদের মতামত জানিয়েছেন তার ক্লাব ম্যানেজার এবং জাতীয় দলের কোচ। বেলজিয়াম জাতীয় দলের কোচ রবার্তো মার্টিনেজ উৎসাহিত বা নিরুৎসাহিত কোনোটাই করেননি। তবে তিনি ইঙ্গিতের মাধ্যমে হ্যাজার্ডকে সতর্কই করে দিলেন। তিনি বলেন, ‘দলবদল হ্যাজার্ডের জন্য ভালো হবে, এই বিষয়ে আমি নিশ্চিত নই। এটা অনিশ্চিত যে নতুন জায়গায় সে মানিয়ে নেবে। তবে আমি নিশ্চিত যে সে তার ক্লাবে নিজেকে নতুন করে গুছিয়ে নিতে পাবে।’ তবে চেলসি কোচ সব সমীকরণই মাথায় রাখছেন। তবে হ্যাজার্ডের ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নিতে ক্লাবকে অনুরোধ করেছেন সারি, চেলসির কোচ হ‍্যাজার্ডের  দলবদলের বিষয়ে বলেন ‘আমি ক্লাব সভাপতি নই, দলবদলের বাজারে কী হচ্ছে সেটি খেয়াল রাখার কাজ আমার নয়। আমি কোচ, সে মাঠে কী করে সে বিষয়ে তার সঙ্গে কথা হয় আমার। তবে এই বিষয়টির সমাধান হওয়া দরকার।’ তাতে করে দল এবং হ‍্যাজার্ড উভয়ের জন্যই ভালো হবে। 
 

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর