ঢাকা, ১৪ আগস্ট বৃহস্পতিবার, ২০২৫ || ২৯ শ্রাবণ ১৪৩২
good-food
১৯১

ছুরিকাঘাতে আহত অভিনেতা সাইফ আলি খান

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৪:১৮ ১৬ জানুয়ারি ২০২৫  

বলিউড অভিনেতা সাইফ আলি খান মুম্বাইয়ের বান্দ্রায় নিজ বাড়িতে মধ্যরাতে এক অনুপ্রবেশকারীর ছুরিকাঘাতে আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) মুম্বাই পুলিশ এ তথ্য জানিয়েছেন।

 

বান্দ্রা এলাকার নিজ বাড়িতে মধ্যরাতের এই ঘটনার পর সাইফ আলি খানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।


এক কর্মকর্তা জানিয়েছেন, অজ্ঞাত এক ব্যক্তি সাইফ আলি খানের বাড়িতে প্রবেশ করে এবং তাদের দুজনের মধ্যে বাক-বিতণ্ডা শুরু হয়। ঘটনার সময় অভিনেতার পরিবারের কিছু সদস্য বাড়িতে উপস্থিত ছিলেন।

 

পুলিশ কর্মকর্তা জানান, অনুপ্রবেশকারীর ছুরিকাঘাতে বলিউড অভিনেতা সাইফ আলি খান আহত হন। তাকে বান্দ্রার লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তিনি আশঙ্কামুক্ত।

 

তিনি আরো বলেন, ঘটনার খবর পাওয়ার পর বান্দ্রা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর