ঢাকা, ২৬ এপ্রিল শুক্রবার, ২০২৪ || ১২ বৈশাখ ১৪৩১
good-food
১৯০

জটিলতা কেটে গেছে, উইন্ডিজের অনুশীলন শুরু শুক্রবার

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:০৪ ১৩ জানুয়ারি ২০২১  

আগামী শুক্রবার অনুশীলন শুরু করছে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। তাদের অনুশীলন নিয়ে যে জটিলতা সৃষ্টি হয়েছিল সেটা কেটে গেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দেয়া অনুশীলন সূচি অনুযায়ী এখানে পৌঁছে তিনদিন কোয়ারেন্টাইনে থাকার পর আগামীকাল বৃহস্পতিবারই ক্যারিবীয় দলের অনুশীলন শুরু করার কথা ছিল।


বাংলাদেশে আসার পথে এই মুহূর্তে বিশ্বের করোনা প্রবণ দেশ যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দর ব্যবহার করায় কিছু জটিলতা সৃষ্টি হয়। সেখান থেকে কোনও ব্যক্তি দেশে এলে তাকে বাধ্যতামুলক ১৪ দিনে কোয়ারেন্টাইনে রাখার নির্দেশ দেয় সরকার।


তবে দুইবার করোনা পরীক্ষায় নেগেটিভ এলেই সফরকারী দলকে অনুশীলনের বিশেষ অনুমতি দিচ্ছে সরকার। ইতোমধ্যে একবার পরীক্ষায় তাদের ফল নেগেটিভ এসেছে এবং দ্বিতীয় পরীক্ষার ফলের জন্য অপেক্ষায় আছে। 

 

তাদের সবার পরীক্ষার ফল নেগেটিভ এলে শুক্রবার থেকে অনুশীলন শুরু করতে পারবে সফরকারী দলটি। তবে অনুশীলনে তারা বাংলাদেশ থেকে কোনও সাপোর্টিং স্টাফ কিংবা নেট বোলার পাবে না। সাত দিন পর অনুশীলনের সব সুযোগ-সুবিধা পাবে।


বিসিবি প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরি বুধবার সাংবাদিকদের বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজ দলের অনুশীলনের বিষয়ে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে ছাড়পত্র পেয়েছি। যদিও বৃহস্পতিবার থেকে তাদের অনুশীলনের সূচি ছিল, এখন সেটা হচ্ছে না। তারা শুক্রবার থেকে অনুশীলন শুরু করবে।’


স্বাগতিক বাংলাদেশ দলের বিপক্ষে তিন ওয়ানডে ও দুই টেস্টের সিরিজ খেলতে গত রোববার ঢাকা পৌঁছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। আন্তর্জাতিক ভ্রমণের নিয়মানুসারে দলের সব সদস্য বর্তমানে কোয়ারেন্টাইনে রয়েছেন। ঢাকা পৌঁছার এক দিন পরই দলের সবাই করোনা পরীক্ষার জন্য নমুনা দেয়, যেখানে সবার ফল নেগেটিভ আসে।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর