ঢাকা, ০৯ সেপ্টেম্বর মঙ্গলবার, ২০২৫ || ২৫ ভাদ্র ১৪৩২
good-food
৫২৪

‘জলকন্যা’র কবি কুসুম শিকদার

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:০৯ ১ নভেম্বর ২০২০  

দীর্ঘদিন পর কবি হয়ে পর্দায় ফিরছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কুসুম শিকদার। তবে নাটক বা ছবিতে নয় বরং এবার তিনি নিজের লেখা কবিতা নিয়ে আসছেন। সম্প্রতি কুসুম একটি কবিতা লিখেছেন। ‘জলকন্যা’ শিরোনামের সেই কবিতার ভিডিওতে মডেল হিসেবে দেখা যাবে এই অভিনেত্রীকে।

 

এ ব্যাপারে কুসুম শিকদার বলেন, আমাদের দেশে এভাবে আগে কেউ কবিতার মডেল হয়েছে কিনা জানি না। আমি চেয়েছি নতুন কিছু করতে। যারা আমার কবিতাটি শুনেছেন এবং তারা প্রশংসা করেছেন। এটি আমার জন্য অনেক আনন্দের।

 

নাটক-চলচ্চিত্রে অভিনয় না করে কবিতায় মডেল অভিনয় প্রসঙ্গে তিনি বলেন, অনেক দিন থেকেই লেখালেখি করছি। আমি এখন লেখালেখিতেই ডুবে আছি। কবিতাটি প্রকাশের জন্য আগে কোনো পরিকল্পনা ছিল না। হঠাৎ করেই এর আয়োজন করেছি।

 

উল্লেখ্য, ২০১৮ সালে কুসুম সর্বশেষ হানিফ সংকেতের ‘শেষ-অশেষ’ শিরোনামের একটি নাটকে অভিনয় করেন। বড় পর্দায় শেষ ‘শঙ্খচিল’ ছবিতে দেখা গেছে তাকে। একই বছর তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। এরপরও অভিনয় থেকে দূরে সরে আছেন।

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর