ঢাকা, ২২ অক্টোবর বুধবার, ২০২৫ || ৭ কার্তিক ১৪৩২
good-food

জায়েদ খানের ‘সুখী জীবন’ দেখে বিস্মিত জয়

লাইফ টিভি 24

প্রকাশিত: ১২:৫৩ ২২ অক্টোবর ২০২৫  

দেশের আলোচিত-সমালোচিত অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। দীর্ঘ দিন ধরে অভিনয়ে অনিয়মিত। তবে সরব থাকেন সামাজিকমাধ্যমে। মনের ভেতরে যে কথা থাকে, সে কথা অকপটে শুভাকাঙ্ক্ষীদের সামনে তুলে ধরেন তিনি। এদিকে ‘ডিগবাজি’খ্যাত নায়ক জায়েদ খান অনেক দিন ধরেই নিউইয়র্কে আছেন। সেখানে বিভিন্ন কর্মকাণ্ডে দেখা যায় তাকে।

 

বুধবার (২২ অক্টোবর) জয় তার ফেসবুকে জায়েদ খানের দেশের বাইরের একটি নাচের ভিডিও প্রকাশ করেছেন। ভিডিও ক্লিপে দেখা যায়, ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’ নামের শো-এর গানের সঙ্গে নাচছেন তিনি।

 

পোস্টের ক্যাপশনে জয় লেখেন, ‘উনি (জায়েদ খান) কোন অপরাধে অপরাধী কিংবা কোন রাজনৈতিক দলের সদস্য সেটা আমি জানতে চাই না। আমি অবাক বিস্ময়ে দেখি একটা মানুষ কীভাবে এত সুখী হয়? দলমত এবং রাজনীতির ঊর্ধ্বে ছোট জীবনে মানুষের এই সুখকে আমি উপভোগ করি। পাশাপাশি হিংসাও করি।’

 

কথার সূত্র ধরে তিনি যোগ করেন, ‘আমার বিবেক বুদ্ধি এবং সংবেদনশীলতা আমাকে এরকম আনন্দ করতে দেয় না। আমি আমার বিবেক বুদ্ধি এবং সংবেদনশীলতা সবকিছুকেই তুচ্ছ মনে করি যখন তার এই আনন্দ দেখি। ভালো থাকেন ভাই। আপনার দ্বারা যেন কারো ক্ষতি না হয়।’

সবশেষে জয় লেখেন, ‘এভাবেই বিনোদন দিয়ে যান। বাঙালির বিনোদনের বড় অভাব। যে কোনো একটা উপলক্ষ্য পেলে টেনে হেঁচড়ে বড় করে তারা উপভোগ করার জন্য খুব চেষ্টা করে। কিন্তু আসলে কি তা উপভোগ্য হয়?’

 

জয়ের পোস্টের মন্তব্যের ঘরে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন নেটিজেনরা। একজন লিখেছেন, ‘জায়েদ খান বিনোদনের জন্য সেরা এটা মানতে হবে।’

 

অন্য একজন লিখেছেন, ‘সত্যি ভালো লাগার একজন সহজ-সরল মনা মানুষ জায়েদ।’ আর একজন মন্তব্য করেছেন, ‘যাদের লাজ লজ্জা নেই তারা পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ।’

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর