ঢাকা, ১৩ সেপ্টেম্বর শনিবার, ২০২৫ || ২৮ ভাদ্র ১৪৩২
good-food
৭০৬

জয় দিয়ে সূচনা জিদানের

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:১৫ ১৭ মার্চ ২০১৯  

রিয়াল মাদ্রিদে প্রত্যাবর্তনের পর জয় দিয়ে শুরু করলেন কোচ জিনেদিন জিদান। শনিবার লা লিগায় সেল্টা ভিগোকে - গোলে হারিয়েছে রিয়াল।  আসরে বার্সেলোনা এককভাবে এগিয়ে গেলেও জিদানের অধীনে এসে কার্যকর হতে শুরু করেছে লস ব্লাঙ্কোরা।

সান্তিয়াগো সোলারির অধীনে ইসকো একবারের জন্যও মূল একাদশে সুযোগ না পেলেও শনিবার প্রথম পেয়ে বিরতির পর দলকে লীড এনে দিয়েছেন তিনি। করিম বেনজেমার জোগান থেকে ৬২ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন ইসকো। ৭৭ মিনিটে মার্সেলোর সহায়তা নিয়ে রিয়ালের হয়ে দ্বিতীয় গোল করেন গ্যারেথ বেল। তাকেও শুরুতে প্রত্যাখ্যান করেছিলেন সাবেক কোচ সোলারি। পরে অবশ্য দলে ফিরিয়ে নিয়েছিলেন।

খেলা শেষে জিদান ফিরিয়ে আনা খেলোয়াড়দের প্রসঙ্গে বলেন, এই খেলোয়াড়রা যা করে দেখিয়েছে, তাতে তাদের মুছে ফেলা যাবে না। আমি সবাইকেই হিসেবে রেখেছি।

এই জয়ের ফলে টানা চার ম্যাচে হারের অবসান ঘটল রিয়ালের। লিগ পয়েন্ট তালিকায় অ্যাটলেটিকো মাদ্রিদের চেয়ে পয়েন্টে পিছিয়ে রয়েছে জিদানের শিষ্যরা। তবে বার্সার চেয়ে পিছিয়ে আছে পয়েন্ট। ফলাফল আপাতত তাদের মৌসুম শেষ করার জন্য খুবই ভালো। কিন্তু এখানে জিদানের প্রথম কাজটি হবে দলটির মনোবলকে পুনঃপ্রতিষ্ঠিত করা।

জিদান বলেন, দল সম্পর্কে আমার বক্তব্য খুবই সাদামাটা। আমি সবাইকে বলেছি মজা করার জন্য। একসঙ্গে দৌঁড়ানো এবং খেলার জন্য। যখন আমাদের কাছে বল থাকবে না তখন সবাই যেন একতাবদ্ধ থাকি। যখন আমরা সেটি পাব, আমাদের কি করতে হবে সেটি নির্ধারণ করব।

জিদান বলেন, এখনো ১০ খেলা হাতে রয়েছে। এ ম্যাচে কেইলর খেলেছে, আগামী ম্যাচে থিবুত খেলবে। রিয়ালে দুই থেকে তিনজন ভালো গোলরক্ষক দরকার। দেখা যাক আগামী বছর কি হয়।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর