ঢাকা, ১২ নভেম্বর বুধবার, ২০২৫ || ২৭ কার্তিক ১৪৩২
good-food
৮৭৩

জয়ে বছর শেষ করতে চায় বাংলাদেশ

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:১৫ ২১ ডিসেম্বর ২০১৮  

তিন ফরম্যাটেই ২০১৮ সালটা দারুণ কেটেছে বাংলাদেশের।

পারফরম্যান্সের সূচক ওঠা-নামা করলেও বছর শেষে প্রাপ্তির ঝুলি বেশ ভারী। ওয়ানডে ক্রিকেটে জয়ে বছর শুরু করেছিল বাংলাদেশ। শেষটা হচ্ছে টি-টোয়েন্টি দিয়ে। ফরম্যাট ভিন্ন হলেও একই ফল চায় বাংলাদেশ।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি দিয়ে বছর শেষ করবে বাংলাদেশ।

শনিবার সিরিজ নির্ধারণী ম্যাচটি হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ওয়েস্ট ইন্ডিজ প্রথম টি-টোয়েন্টি জিতেছিল ৮ উইকেটে। দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৩৬ রানের জয়ে বদলা নেয় বাংলাদেশ। এবার সিরিজ মীমাংসার পালা।

বাংলাদেশের স্পিন বোলিং কোচ সুনীল যোশির বিশ্বাস, দ্বিতীয় ম্যাচের ভালো কাজগুলো পুনরায় করতে পারলে সহজেই জয় পাবে টিম বাংলাদেশ।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর