ঢাকা, ২৩ এপ্রিল মঙ্গলবার, ২০২৪ || ১০ বৈশাখ ১৪৩১
good-food
৩৪৫

টি-টেন লিগে খেলবেন বাংলাদেশের ৬ ক্রিকেটার

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৭:০১ ২৪ ডিসেম্বর ২০২০  

দুবাইয়ে আগামী বছরের শুরুতেই মাঠে গড়াচ্ছে টি-টেন লিগের চতুর্থ আসর। আবুধাবি টি-১০ লিগে অংশ নেবে মোট আট দল। সেই টুর্নামেন্টে ডাক পেয়েছেন বাংলাদেশের ৬ ক্রিকেটার।

 

বুধবার আসরের প্লেয়ার ড্রাফট হয়েছে। নিলামে দল পাওয়া ৬ বাংলাদেশি ক্রিকেটার হলেন-তাসকিন আহমেদ, মোসাদ্দেক হোসেন, মুক্তার আলি, মেহেদি হাসান, আফিফ হোসেন আর নাসির হোসেন।

 

নাসিরকে দলে নিয়েছে পুনে ডেভিলস। তার দলের আইকন ক্রিকেটার লঙ্কান অলরাউন্ডার থিসারা পেরেরা। এ দলে আছেন মোহাম্মদ আমির, স্যাম বিলিংস, চামারা কাপুগেদারা, অজন্থা মেন্ডিসের মতো তারকারা।

 

বাংলাদেশের সবচেয়ে বেশি তিন ক্রিকেটার নিয়েছে মারাঠা অ্যারাবিয়ান্স। এ দলে আছেন তাসকিন, মোসাদ্দেক আর মুক্তার। দলটির আইকন ক্রিকেটার পাকিস্তানের অলরাউন্ডার শোয়েব মালিক।

 

বাংলা টাইগার্সে এবার বাংলাদেশি ক্রিকেটার কম। দুই অফস্পিনিং অলরাউন্ডার মেহেদি হাসান আর আফিফ হোসেনকে নিয়েছে দলটি। তাদের আইকন ক্রিকেটার লঙ্কান পেসার ইসুরু উদানা।

 

টুর্নামেন্ট শুরু ২৮ জানুয়ারি থেকে, চলবে ৬ ফেব্রয়ারি পর্যন্ত। সব ম্যাচ হবে দুবাইয়ের শেখ আবু জায়েদ স্টেডিয়ামে।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর