ঢাকা, ১৯ মার্চ মঙ্গলবার, ২০২৪ || ৫ চৈত্র ১৪৩০
good-food
৭১২

ট্যাংকার আটক করলো ইরানী বিপ্লবী বাহিনী

লাইফ টিভি 24

প্রকাশিত: ২২:৩১ ১৮ জুলাই ২০১৯  

পারস্য উপসাগরে একটি তেলবাহী বিদেশী জাহাজ আটক করেছে ইরান। রোববার উপসাগরের দক্ষিণ লারাক দ্বীপের কাছে ইরানি বিপ্লবী বাহিনী জাহাজটিকে আটক করে। ওই জাহাজটিতে ১২ জন ক্রু রয়েছেন। খবর বিবিসি

ইরানি বিপ্লবী বাহিনীর বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন বলছে, ১০ লাখ লিটার তেল চোরাচালানে যুক্ত জাহাজটি পারস্য উপসাগরীয় এলাকা থেকে আটক করা হয়।

তবে জাহাজটি কোন দেশের বা জাহাজের কি নাম তা বিস্তারিত জানানো হয়নি। আবার এখনো এটি নিশ্চিত নয় যে জাহাজটি সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক রিয়াহ ট্যাঙ্কার কিনা।

ইরান বলছে, এই সপ্তাহের শুরুতে জাহাজটি একটি নষ্ট ট্যাংকারকে সাহায্যের জন্য এসেছিল। ইরানের জলসীমায় একটি নষ্ট ট্যাংকারকে নিয়ে যাওয়ার জন্য অনুমতি নিয়েছিল জাহাজটি।

 গত ৪ জুলাই জিব্রাল্টার প্রণালীতে ইরানি তেলবাহী একটি ট্যাংকার আটক করে ব্রিটেন। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নিষেধাজ্ঞা লঙ্ঘন করে ওই ট্যাংকারটি ইরান থেকে সিরিয়ায় অশোধিত তেল নিয়ে যাচ্ছে সন্দেহে সেটি জব্দ করে ব্রিটিশ রাজকীয় মেরিন। এরপর থেকে ট্যাংকারটি দ্রুত ছেড়ে না দিলে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়ে আসছে তেহরান।

পরে ক্রুদের মুক্তি দিলেও ইরানি সুপার ট্যাংকার গ্রেস-১ এখনও আটকে রেখেছে ব্রিটিশ নৌবাহিনী। ওই জাহাজটির বিষয়ে তদন্ত চলছে বলে জানানো হয়েছে।

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর