ঢাকা, ২৬ এপ্রিল শুক্রবার, ২০২৪ || ১৩ বৈশাখ ১৪৩১
good-food
৫৫৭

দুর্দান্ত রিয়ালের দাপুটে জয়

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৩:০৮ ২৮ জানুয়ারি ২০১৯  

https://samakal.com/interview/article/19011935/%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8B%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A8%E0%A7%9F%E0%A6%A8%E0%A6%87-%E0%A6%86%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A7%E0%A6%BE%E0%A6%A8-%E0%A6%B2%E0%A6%95%E0%A7%

https://samakal.com/interview/article/19011935/%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8B%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A8%E0%A7%9F%E0%A6%A8%E0%A6%87-%E0%A6%86%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A7%E0%A6%BE%E0%A6%A8-%E0%A6%B2%E0%A6%95%E0%A7%


স্প্যানিশ লিগ, লা লিগার ম্যাচে গতকাল রাতে এসপানিওলের বিপক্ষে ৪-২ গোলের বড় ব্যবধানে জয় পেয়েছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। রিয়ালের হয়ে জোড়া গোল করেছেন ফ্রেঞ্চ তারকা করিম বেনজেমা; একটি করে গোল করেছেন দলীয় অধিনায়ক সার্জিও রামোস ও গ্যারেথ বেল। এসপানিওলের হয়ে গোল করেছেন বাপতিসাতাও ও রোসালেস।

 

ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত বল দখলের লড়াইয়ে এগিয়ে থাকা রিয়াল মাদ্রিদ খেলার শুরুতেই কিছু বুঝে ওঠার আগেই প্রতিপক্ষের জালে বল জড়ায়। ম‍্যাচের চতুর্থ মিনিটেই বেনজেমার গোলে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। মিনিট দশেক পর স্বাগতিকদের বুকে ফের আঘাত করে রিয়াল। এবার স্বাগতিকদের বুকে ছুরি চালান সার্জিও রামোস। ২৫তম মিনিটে বাপতিসাতাওয়ের গোলে ব্যবধান কমিয়ে খেলায় ফেরার ইঙ্গিত দেয় এসপানিওল। শেষ পর্যন্ত তা আর হয়ে ওঠেনি। প্রথমার্ধেই সোলারির শিষ্যরা ব্যবধান বাড়ালে খেই হারিয়ে ফেলে এসপানিওল। প্রথমার্ধে যোগ হওয়া সময়ে নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোলটি করেন বেনজেমা।


দ্বিতীয়ার্ধে ৬৪তম ভিনসিয়াস জুনিয়রকে তুলে গ্যারেথ বেলকে মাঠে নামান সোলারি। সোলারির আস্থার সঠিক প্রতিদান দেন বেল। ৬৭তম মিনিটে ভাসকেজের অসাধারণ পাস থেকে গোল করেন গ্যারেথ বেল। ৭০তম মিনিটে কার্বাহাল গোলের সহজ সুযোগ হাতছাড়া করেন। নাহলে গোল ব্যবধান আরো বাড়তো। ম‍্যাচের ৭২তম মিনিটে ভারান লাল কার্ড দেখে মাঠ ছাড়লে দশ জনের দলে পরিণত হয় রিয়াল মাদ্রিদ। দশ জনের রিয়ালের বিপক্ষে ৮১তম মিনিটে রোসালেসের গোলে ব্যবধান কমায় এসপানিওল। তবে শেষদিকে এক গোল দিয়ে ব্যবধান কমালেও ৪-২ গোলের ব্যবধানে হার এড়াতে পারেনি এসপানিওল।

 


এ জয়ে সেভিয়াকে সরিয়ে পয়েন্ট টেবিলের তিন নম্বরে উঠে আসল রিয়াল মাদ্রিদ। ২১ ম্যাচে স্প্যানিশ জায়ান্টদের সংগ্রহ ৩৯ পয়েন্ট। ৪৯ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা আর দুই নম্বরে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের সংগ্রহ ৪৪ পয়েন্ট।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর