ঢাকা, ১১ নভেম্বর মঙ্গলবার, ২০২৫ || ২৭ কার্তিক ১৪৩২
good-food
১১০২

দেশ ছাড়লেন মুশফিক-মোস্তাফিজরা

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:২১ ৬ ফেব্রুয়ারি ২০১৯  

ওয়ানডে সিরিজ খেলতে জাতীয় দলের আট ক্রিকেটার নিউজিল্যান্ডের উদ্দেশে ঢাকা ছেড়েছে। আজ বুধবার দুপুর ১২টা ৪০ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে দেশ ছাড়েন তারা। তাদের সঙ্গী হয়েছেন ট্যুর ম্যানেজার ও হেড কোচ। চলমান বিপিএলের লড়াই থেকে যেসব খেলোয়াড়রা ছিটকে পড়েছেন, তাদেরই একাংশ নিউজিল্যান্ড উড়ে গেছেন। প্রথম বহরে ম্যানেজার খালেদ মাসুদ পাইলটের সঙ্গে গেছেন মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, সৌম্য সরকার, সাব্বির রহমান, নাঈম হাসান লিটন দাস।
দলের বাকী খেলোয়াড়রা বিপিএল শেষে নিউজিল্যান্ড যাবেন। সেই তালিকায় আছেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবাল, সাকিব আল হাসান, মোহাম্মদ মিঠুন, রুবেল হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন শফিউল ইসলাম।
এবারের নিউজিল্যান্ড সফরে তিনটি করে ওয়ানডে টেস্ট খেলবে বাংলাদেশ। নেপিয়ারে ১৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। এরপর ক্রাইস্টচার্চে ১৬ ফেব্রুয়ারি দ্বিতীয় ডানেডিনে ২০ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে তৃতীয় শেষ ওয়ানডে। সবশেষে ২৮ ফেব্রুয়ারি থেকে টেস্ট ম্যাচের লড়াই শুরু করবে বাংলাদেশ নিউজিল্যান্ড।
নিউজিল্যান্ড সফরে বাংলাদেশের ওয়ানডে দল : মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মোহাম্মদ মিঠুন, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, নাঈম হাসান, রুবেল হোসেন, মাশরাফি বিন মুর্তজা, সাইফউদ্দিন, শফিউল ইসলাম, মোস্তাফিজুর রহমান সাব্বির রহমান।
নিউজিল্যান্ড সফরে বাংলাদেশের টেস্ট দল : সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল, লিটন দাস, মুশফিকুর রহিম, মুমিনুল হক, মাহমুদউল্লাহ রিয়াদ, সাদমান ইসলাম, মোহাম্মদ মিঠুন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, মোস্তাফিজুর রহমান, আবু জায়েদ, খালেদ আহমেদ এবাদত হোসেন।
নিউজিল্যান্ড সফরে বাংলাদেশের সূচি :
তারিখ                 ম্যাচ           ভেন্যু
১৩ ফেব্রুয়ারি ২০১৯ - প্রথম ওয়ানডে - নেপিয়ার
১৬ ফেব্রুয়ারি ২০১৯ - দ্বিতীয় ওয়ানডে - ক্রাইস্টচার্চ
২০ ফেব্রুয়ারি ২০১৯ - তৃতীয় ওয়ানডে - ডুনেডিন
২৮ ফেব্রুয়ারি -  মার্চ ২০১৯ - প্রথম টেস্ট - হ্যামিল্টন
-১২ মার্চ ২০১৯ - দ্বিতীয় টেস্ট - ওয়েলিংটন
১৬-২০ মার্চ ২০১৯ - তৃতীয় টেস্ট - ক্রাইস্টচার্চ

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর