ঢাকা, ২৩ এপ্রিল মঙ্গলবার, ২০২৪ || ১০ বৈশাখ ১৪৩১
good-food
২৬৭

ধর্ষণ: মানসিকতা পরিবর্তনের ডাক মাশরাফির

লাইফ টিভি 24

প্রকাশিত: ১২:৪৪ ৮ অক্টোবর ২০২০  

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে নির্যাতন, সিলেটের এমসি কলেজে নারীকে গণধর্ষণে ফুঁসে উঠেছে গোটা দেশ। সাধারণ নাগরিকদের মতো ধর্ষকদের বিরুদ্ধে জেগে ওঠার আহ্বান জানাচ্ছেন বাংলাদেশের ক্রিকেটাররা। এবার সেই দলে যোগ দিলেন টাইগারদের সাবেক সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। অন্য নারীকে নিজের মেয়ে, বোন বা স্ত্রীর মতো করে দেখতে বলেছেন তিনি।

 

সোশ্যাল মিডিয়া ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে মাশরাফি লিখেছেন, আপনার মেয়ে যখন কোলে বসে থাকে, তখন সেই অনুভূতি হয় না। যখন আপনার বোন পাশের রুমে থাকে, তখনও সেই ফিলিংস আসে না। স্ত্রীকে নিয়ে যখন আপনি ঘুরতে বের হন, তখন কেউ তার দিকে বাঁকাভাবে তাকালে আপনার খারাপ লাগে। কিন্তু অন্যকে দেখার ক্ষেত্রে কি আমার, আপনার অনুভূতি একইরকম আছে? 

 

তিনি বলেন, সেটা এক না হলে বুঝতে হবে সমস্যা অনেকের মগজেই। হয়তো পরিবেশ-পরিস্থিতির কারণে সবারটা প্রকাশ পায় না। আসুন নিজের মানসিকতা পরিবর্তন করি। নারীকে মাথা উঁচু করে বাঁচতে দিই। ধর্ষক কোনো পরিচয় বহন করে না। সে কুৎসিত। হয়তো চেহারায় নয়, মানসিকতায়।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর