ঢাকা, ০৭ নভেম্বর শুক্রবার, ২০২৫ || ২৩ কার্তিক ১৪৩২
good-food
১০২৭

নতুন ছবিতে ভাবনা

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৬:০৪ ২৮ সেপ্টেম্বর ২০২০  

হাল আমলের জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনাকে সবশেষ ‘ভয়ংকর সুন্দর’ ছবিতে দেখা গিয়েছিল । অনিমেষ আইচ পরিচালিত ছবিটি সাড়ে তিন বছর আগে মুক্তি পায়। সেসময় বক্স অফিসে সাড়া জাগায় ছবিটি। এর মাঝে নাটকে দেখা গেলেও সিনেমায় কাজ করেননি।

অবশেষে তাকে নুরুল আলম আতিক পরিচালিত ‘লাল মোরগের ঝুঁটি’ ছবিতে দেখা যাবে ভাবনাকে। আগামী ৪ অক্টোবর থেকে ভাবনার অংশের শুটিং হবে। এটি নুরুল আলম আতিকের সঙ্গে ভাবনার প্রথম কাজ। বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক

প্রসঙ্গত, লকডাউনের আগে প্রায় তিন মাস ধরে ছবিটির জন্য প্রস্তুতি নেন ভাবনা। নতুন করে কাজ শুরুর কথা উঠলে ভাবনা গত এক মাস ধরে নিজেকে প্রস্তুত করছেন।

জানা গেছে, ‘লাল মোরগের ঝুঁটি’ ছবির গল্প মহান মুক্তিযুদ্ধভিত্তিক। এতে ভাবনাকে ‘পদ্ম’ নামে একটি নারী চরিত্রে দেখা। তার সহশিল্পী হিসেবে একটি মোরগকে দেখা যাবে।

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর