ঢাকা, ১২ অক্টোবর রোববার, ২০২৫ || ২৭ আশ্বিন ১৪৩২
good-food
৭৪৫

নদীতে পড়ে বেঁচে গেলেন বিমানের সব যাত্রী

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:৩৪ ৪ মে ২০১৯  

ফ্লোরিডায় বোয়িং বিমান নৌবাহিনীর প্লেন ঘাঁটিতে জরুরি অবতরণকালে রানওয়ে থেকে ছিটকে নদীতে পড়ে যায়। তবে সৌভাগ্যবশত বিমানটির সব আরোহী প্রাণে রক্ষা পেয়েছেন।

নৌবাহিনী কর্তৃপক্ষ জানায়, কিউবার গুয়ান্তানামো বে থেকে ক্রূসহ ১৪৩ জন আরোহীকে বহন করা বিমান বোয়িং- ৭৩৭ জ্যাকসনভিলের ঘাঁটিতে জরুরি অবতরণ করতে চায়। এসময় কাছের একটি নদীতে ছিটকে পড়ে। ঘটনায় বিমানটির সব যাত্রীকে নিরাপদে উদ্ধার করা হয়।
নেভাল এয়ার স্টেশন জ্যাকসনভিলের বিবৃতিতে বলা হয়, বিমানটিতে ১৩৬ যাত্রী সাতজন ক্রূ ছিলেন। তাদের সবার সন্ধান মিলেছে।
টুইটার বার্তায় জ্যাকসনভিল শেরিফের দপ্তর জানায়, ওই বিমানে থাকা প্রাপ্ত বয়স্ক ২১ জনকে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। তারা সবাই শঙ্কামুক্ত। দুর্ঘটনায় সামান্য আহত হওয়ায় আরো অনেককে চিকিৎসা দেয়া হয়।
ঘটনায় প্রায় ৯০ জন দমকলকর্মীসহ নৌবাহিনীর নিরাপত্তা জরুরি দুর্যোগ মোকাবেলা সংস্থার সদস্যরা উদ্ধার কাজে অংশ নেন।

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর