ঢাকা, ২৯ মার্চ শুক্রবার, ২০২৪ || ১৫ চৈত্র ১৪৩০
good-food
৭১১

নিউজিল্যান্ডের রেডিও-টিভিতে জুমার আজান সম্প্রচারের ঘোষণা

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:২৬ ২০ মার্চ ২০১৯  

ক্রাইস্টচার্চে দুটি মসজিদে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ৫০ জন নিহত হয়েছেন। আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন প্রায় অর্ধশত। নৃশংস সেই ঘটনায় স্তব্ধ গোটা বিশ্ব। বইছে নিন্দার ঝড়।

আগামী শুক্রবার বর্বর এ হত্যাযজ্ঞের এক সপ্তাহ পূরণ হবে। ওই দিন নিহতদের প্রতি শ্রদ্ধা জানাবে নিউজিল্যান্ড। মুসলমানদের পবিত্র দিনটিতে দেশটির সরকারি বেতার ও টেলিভিশনে জুমার নামাজের আজান সরাসরি সম্প্রচারের ঘোষণা দেয়া হয়েছে।

বুধবার শহরের একটি স্কুল পরিদর্শনে গিয়ে এ ঘোষণা দেন নিউজিল্যান্ড প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন। নিহতদের স্মরণে ওই দিন দুই মিনিটের নীরবতাও পালন করা হবে।

প্রভাবশালী গণমাধ্যম নিউজিল্যান্ড হেরাল্ড জানায়, সাধারণত যেকোন প্রাণঘাতী নৃশংসতার পর এক মিনিটের নীরবতা পালনের রেওয়াজ আছে। তবে ক্রাইস্টচার্চ হামলার ভয়াবহতার কারণে দুই মিনিটের নীরবতা পালন করা হবে।

এর আগে ২০১০ সালে পাইক রিভার বিস্ফোরণে নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে সবশেষ দুই মিনিট নীরবতা পালন করে নিউজিল্যান্ড।

জাসিন্ডা আরডার্ন বলেন, তাদের নিরাপদ রাখার দায়িত্ব ছিল আমাদের। নিহত ৫০ জনের মধ্যে ৩০ জনের মরদেহ তাদের নিজ দেশে ফেরত পাঠানো হচ্ছে।

আল নূর মসজিদ আক্রান্ত হওয়ার পর সেখানে সবার আগে পৌঁছানো পুলিশ কর্মকর্তাদের সঙ্গে এদিন সাক্ষাৎ করেছেন কিউই প্রধানমন্ত্রী। সেখানে পৌঁছে হতাহতদের উদ্ধার ও পরিস্থিতি নিয়ন্ত্রণ করায় তিনি পুলিশ কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়েছেন।

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর