ঢাকা, ২৪ এপ্রিল বুধবার, ২০২৪ || ১১ বৈশাখ ১৪৩১
good-food
৪৮৫

নিষেধাজ্ঞা শেষ, টি-টোয়েন্টি দিয়ে ক্রিকেটে ফিরছেন সাকিব

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:৪১ ২৮ অক্টোবর ২০২০  

দেশসেরা ক্রিকেটার সাকিব আল হাসানের নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হচ্ছে আজ (বুধবার)। আইসিসি’র এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে আগামীকাল (বৃহস্পতিবার) মুক্ত হচ্ছেন তিনি। ওই দিন থেকে সবধরনের স্বীকৃত ক্রিকেটে অংশগ্রহণ করতে পারবেন সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার।

 

জুয়াড়ির প্রস্তাব গোপন করায় গেলো বছরের ২৯ অক্টোবর সবধরনের ক্রিকেটে সাকিবকে দুই বছর নিষিদ্ধ করে আইসিসি। তবে এক বছর সাজা স্থগিত রাখা হয়। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের দুর্নীতিবিরোধী নীতিমালার আইন লঙ্ঘনের দায়ে তাকে এ শাস্তি দেয়া হয়।

 

এই শাস্তি মেনেও নেন সাকিব। একদিন পর ক্রিকেটে ফিরলেও ভবিষ্যতে একই ধরনের অপরাধ করলে তার এক বছরের স্থগিত নিষেধাজ্ঞা কার্যকর হবে। স্বভাবতই তাকে সতর্ক হয়ে খেলতে হবে।

 

গেল বছর হঠাৎ করে সাকিবের নিষেধাজ্ঞার খবর আসে। ফলে তোলপাড় সৃষ্টি হয় বাংলাদেশ ক্রিকেটাঙ্গনে। নিষেধাজ্ঞার কারণে ভারত সফর করতে পারেননি তিনি। খেলতে পারেননি ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজেও। ২০১৯ বিপিএলেও মাঠ মাতাতে পারেননি ৩৩ বছর বয়সী এই বাঁহাতি ক্রিকেটার।

 

তবে নিষেধাজ্ঞার খড়গে পড়ে খুব বেশি ম্যাচ মিস করতে হয়নি সাকিবকে। তার নিষেধাজ্ঞার সঙ্গে সঙ্গে বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঘটে। স্থবির হয়ে যায় বিশ্ব ক্রিকেটাঙ্গন। মহামারিকালে টি-টোয়েন্টি বিশ্বকাপসহ কয়েকটি সিরিজ স্থগিত হয়। 

 

নিষেধাজ্ঞা মুক্ত হয়ে শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজ দিয়ে ক্রিকেটে ফেরার সম্ভাবনা তৈরি হয়েছিল সাকিবের। তবে লংকান ক্রিকেট বোর্ডের (এসএলসি) সঙ্গে কোয়ারেন্টিন নিয়ে বিসিবির বনিবনা না হওয়ায় শেষ পর্যন্ত সেই সিরিজ আলোর মুখ দেখেনি। ফলে তার খেলাও হয়নি।  

 

তবে শিগগির ব্যাট-প্যাড পরে মাঠে দেখা যাবে সাকিবকে। বল হাতে দেখা যাবে তার ভেলকি। সদ্য সফলভাবে প্রেসিডেন্টস কাপ (ওয়ানডে) শেষ করেছে বিসিবি। সেই ধারাবাহিকতায় আগামী মাসে পাঁচ দলের টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে তারা। এর সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে ১৫ নভেম্বর। ওই টুর্নামেন্ট দিয়েই জেন্টেলম্যান গেমে প্রত্যাবর্তন করবেন তিনি।   

 

বিসিবি প্রেসিডেন্টস কাপের ফাইনাল শেষে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, আসন্ন টি-টোয়েন্টি টুর্নামেন্টে সবচেয়ে বড় আকর্ষণ সাকিব। কারণ, এতে খেলবেন তিনি।

 

উল্লেখ্য, শ্রীলংকা সফর সামনে রেখে করোনা পরিস্থিতির মধ্যেই যুক্তরাষ্ট্র থেকে দেশে উড়ে আসেন সাকিব। এসেই নিজেকে তৈরি করতে নেমে পড়েন তিনি। বিকেএসপির মাঠে নিবিড় অনুশীলনও করেন এ তারকা ক্রিকেটার। 

 

কিন্তু শেষ পর্যন্ত লংকা সফর স্থগিত হওয়ায় ফের মার্কিন মুলুকে পরিবারের কাছে ফিরে যান সাকিব। আপাতত সেখানেই নিজেকে তৈরি করার কাজ চালিয়ে যাচ্ছেন তিনি। সপ্তাহখানেকের মধ্যেই আবার দেশে ফিরবেন ক্রিকেটের উজ্জ্বল এই তারকা। এখন তার ব্যাট-বলের জাদুতে বুঁদ হওয়ার অপেক্ষায় প্রহর গুনছেন কোটি কোটি ক্রিকেট ভক্ত!

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর