ঢাকা, ০৬ অক্টোবর সোমবার, ২০২৫ || ২১ আশ্বিন ১৪৩২
good-food

পরিচালকের প্রেমিকা হয়েও ক্যারিয়ার গড়তে পারল না: রুনা খান

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৭:২৯ ৬ অক্টোবর ২০২৫  

জনপ্রিয় অভিনেত্রী রুনা খান বরাবরই স্পষ্টবাদি হিসেবে শোবিজে পরিচিত। নিজের ক্যারিয়ারের পাশাপাশি শোবিজের নানা বিষয়ে তিনি আলোচনা ও সমালোচনা করেন।এ কারণে সোশ্যাল মিডিয়ায় তিনি অনেক সময় কটাক্ষের মুখেও পড়েন। এরমধ্যে অভিনেত্রী তার নারী সহকর্মীদের নিয়ে মুখ খুললেন।

 

‘গত বিশ বছরে তার অধিকাংশ নারী সহকর্মীর ক্যারিয়ার গড়ে উঠেছে ব্যক্তিগত বিনিময়ের মাধ্যমে’-এমন মন্তব্যও করেন তিনি।। রুনা খানের ভাষ্য, ‘‘পরিচালকের সঙ্গে প্রেম-বিয়ে-পরকীয়া এসবের মাধ্যমে আমার সহকর্মীদের অনেকের ক্যারিয়ার হয়েছে। যত দিন পরিচালকের সঙ্গে প্রেম বা সম্পর্ক, তত দিন সেই পরিচালকের কাজে ওই অভিনেত্রী; সম্পর্ক শেষ হওয়ার পর একটা পাসিং শটেও তাকে আর পাওয়া যায় না।’’

রুনা খান

তিনি আরও বলেন, ‘‘এসব অসততার চর্চা করে পর্দায় তারা বোঝানোর চেষ্টা করে, লম্বা হাতার ব্লাউজ, গাঢাকা পোশাক পরা মানেই শালীনতা! অথচ তাদের বাস্তব জীবনে শালীনতার রেশমাত্র নেই। এই পুরো শ্রেণির মাথায় আগুন ধরে গেছে, সারা জীবন-যৌবন দিয়ে, পরিচালকের প্রেমিকা হয়েও তারা ক্যারিয়ার গড়তে পারল না। আর আমি কারো সঙ্গে প্রেম-পরকীয়া ছাড়া যোগ্যতা দিয়েই প্রতিষ্ঠিত হয়ে গেলাম।’’

 

২০০৫ থেকে এখনও সমানতালে অভিনয় করছেন রুনা খান। টিভি নাটক থেকে বর্তমানেই সিনেমা ও ওটিটিতেই বেশি মনযোগী এই অভিনেত্রী। সম্প্রতি তিনি ‘নিদ্রাসুর’ (Sweet Sleep) শিরোনামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের কাজ শেষ করেছেন। এটি নির্মাণ করেছেন সোহেল রানা বয়াতি।

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর