ঢাকা, ০২ নভেম্বর রোববার, ২০২৫ || ১৭ কার্তিক ১৪৩২
good-food
২৩১

পাহাড়ে বাগদান সারলেন অ্যামি জ্যাকসন

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:২৪ ৩০ জানুয়ারি ২০২৪  

হলিউডের জনপ্রিয় অভিনেত্রী অ্যামি জ্যাকসন বরফে ঢাকা পাহাড়ে বাগদান সারলেন।  দীর্ঘদিনের প্রেমিক গায়ক অভিনেতা এড ওয়েস্টউইকের সঙ্গে আংটি বদল করলেন। সোমবার ২৯ জানুয়ারি তারা এই খবর প্রকাশ্যে আনলেন।

 

সুইজারল্যান্ডের একটি ব্রিজ অ্যামি জ্যাকসনকে প্রোপজ করলেন এড ওয়েস্টউইক। এদিন অ্যামির পরনে ছিল সাদা স্যুট। অন্যদিকে এড পরেছিলেন একটি গ্রে জ্যাকেট, অলিভ সবুজ রঙের প্যান্ট এবং জুতো।  দুই তারকা যুগ্ম ভাবে সোশ্যাল মিডিয়ায় নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন।


অ্যামি জ্যাকসন তার সোশ্যাল মিডিয়ায় যে ছবিটি পোস্ট করেছেন সেখানে এডকে হাঁটু গেঁড়ে বসে থাকতে দেখা যাচ্ছে অভিনেত্রীর সামনে। অন্যদিকে নায়িকা সেটা দেখে সলজ্জ ভাবে মুখে হাত দিয়েছেন। পরের দুটো ছবিতে তাদের একে অন্যকে উচ্ছ্বসিত ভাবে জড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। সেই ছবিতে অ্যামির হাতে থাকা বাগদানের ডায়মন্ড রিং দেখা যাচ্ছে। এই ছবিটি পোস্ট করে তুহু লেখেন, 'হ্যাঁ বললাম।' সঙ্গে একটি আংটির ইমোজি দিয়েছেন।

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর