ঢাকা, ২৭ আগস্ট বুধবার, ২০২৫ || ১১ ভাদ্র ১৪৩২
good-food
৫৭১

পূজায় আসছে রঞ্জন ও শুভমিতা`র রোমান্টিক গান

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:১৪ ১৩ অক্টোবর ২০২৩  

এবারের পূজা উপলক্ষে আসছে ওপার বাংলার নন্দিত কণ্ঠশিল্পী শুভমিতা ব্যানার্জী এবং এপার বাংলার শ্রোতাপ্রিয় কন্ঠশিল্পী রঞ্জন চৌধুরী’র রোমান্টিক দ্বৈত গান 'মন জড়ায় কথায় কথায়'। নন্দিত গীতকবি লিটন অধিকারী রিন্টু’র কথায় এবং রঞ্জন চৌধুরী'র সুরে গানটির সঙ্গীতায়োজন করেছেন এই প্রজন্মের প্রতিভাবান তারকা মিউজিক কম্পোজার সব্যসাচী রনি। গানটিতে এপার বাংলা এবং ওপার বাংলার মোট ৮ জন জনপ্রিয় গুণী যন্ত্রশিল্পীরা বাজিয়েছেন।

 

গানটির সকল কার্যক্রম কলকাতার গান বাজনা স্টুডিও ও স্টুডিও এস সি কমিউনিকেশন এবং বাংলাদেশের চট্টগ্রামের কে এস ডিজিটাল স্টুডিওতে সম্পন্ন করা হয়। শুভমিতা এবং রঞ্জনের এটি তৃতীয় দ্বৈত গান। গানটি সম্পর্কে রঞ্জন বলেন, গানের সুর এবং বাণী নির্বাচনে অনেক সময় নিয়েছি তাই প্রায় এক বছর লেগে গেল নতুন গান নিয়ে শ্রোতাদের সামনে আসতে। এর আগে 'বল তো তুমি' এবং 'আকাশ তলে তুমি আমি' শুভমিতা ব্যার্নাজীর সঙ্গে গাওয়া দুটি দ্বৈত গান।

 

গান দুটি প্রকাশের পর এপার বাংলা ও ওপার বাংলার শ্রোতাদের অনেক প্রশংসা পেয়েছি যা আমাকে অনেক অনুপ্রাণিত করেছে। তাই এই গান করার সময় আরো বেশি মনোযোগী হয়েছি এবং সময়ও নিয়েছি অনেক বেশি'। রোমান্টিক মেলোডি নির্ভর গানটির মিউজিক কম্পোজিশনে প্রায় ৫ মাস সময় লেগেছে।

 

গানটিতে সন্তুর, সেতার, বাঁশি এবং হারমোনিকা ছাড়াও অন্যান্য একাউষ্টিক বাদ্যযন্ত্র ব্যবহার করা হয়েছে। গানটি গাওয়ার পর শুভমিতা বলেন,' অনেক মেলোডিয়াস একটি গান গাইলাম, আমার খুব ভালো লেগেছে। আগের গান দুটির মত এই গানটিও শ্রোতাদের মন জয় করবে বলে আমার বিশ্বাস',সবাইকে পুজোর শুভকামনা'।

 

গীতিকবি লিটন অধিকারী রিন্টু শুভমিতা ও রঞ্জনের গাওয়া গানটি নিয়ে বলেন, সুস্থধারার সঙ্গীতপিপাসুদের তৃষ্ণা মেটাবে এ গান, আশাকরি শ্রোতাদের ভালো লাগবে'। গানটির সার্বিক তত্ত্বাবধানে আছেন সাউন্ড রেকর্ডিস্ট কনক রাজবর এবং ভিডিও সম্পাদনে আছেন পাপ্পু।

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর