ঢাকা, ২৫ এপ্রিল বৃহস্পতিবার, ২০২৪ || ১১ বৈশাখ ১৪৩১
good-food
৪৪৬

পেলেকে ছাড়িয়ে মেসির বিশ্বরেকর্ড!

লাইফ টিভি 24

প্রকাশিত: ০৯:২৫ ২৩ ডিসেম্বর ২০২০  

পেলেকে ছাড়িয়ে এক ক্লাবের হয়ে সর্বোচ্চ গোলের বিশ্বরেকর্ড গড়লেন বার্সেলোনা ফরোয়ার্ড লিওনেল মেসি। ৬৪৪টি গোল করে তিনি এখন এক নম্বরে অবস্থান করছেন।  

 

২২ ডিসেম্বর ভায়োদোলিদের বিপক্ষে ৩-০'তে জয়লাভ করে বার্সা। এই ম্যাচের দ্বিতীয়ার্ধ্বে রেকর্ডসূচক গোলটি করেন মেসি। এর আগে কিংবদন্তি পেলে সান্টোসের হয়ে ১৯৫৬ ও ১৯৭৪ সালের মধ্যবর্তী সময়ে ১৮ বছরে ৬৪৩টি গোল করে বিশ্বরেকর্ড করেছিলেন।  

 

মেসি ইন্সটাগ্রামে মঙ্গলবার (২২ ডিসেম্বর) লিখেন, আমি যখন ফুটবল শুরু করি তখন কখনো ভাবিনি কোনও রেকর্ড ভাঙবো। বিশেষ করে পেলের রেকর্ডটা, যেটা এখন আমার। তিনি এই সাফল্যের জন্য তার সতীর্থ, পরিবার ও বন্ধুদেরকে ধন্যবাদ জানান। 

 

মেসির ৬৪৩টি গোল হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে সাধুবাদ জানিয়েছিলেন পেলে। একটি পোস্টে মেসিকে উদ্দেশ্য তিনি লিখেছিলেন, যখন কোনো কিছুর প্রতি ভালোবাসা হৃদয়কে পরিপূর্ণ করে তোলে, তখন তা এড়ানো বা সে পথ পরিবর্তন করা সত্যিই কঠিন। 

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর